#CoronaVirusIPLকরোনার জেরে চেন্নাই ছাড়লেন মাহি
বাদ সাধল করোনা আতঙ্ক । বন্ধ হল চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিস । সেই জন্যই চেন্নাইকে আপাতত বিদায় জানিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ধোনি।
দ্য কোয়ারিওয়েব ডেস্ক- হেলিকপ্টার শটের জন্য দর্শকদের প্রতীক্ষার প্রহর আরো বাড়বে । কারণ অবশ্যই করোনা ভাইরাস ।
করোনার জেরে বাতিল IPL
২৯ মার্চ বাইশ গজে স্বমহিমায় হাজির হওয়ার কথা ছিল মাহির । ওয়াংখেড়ে স্টেডিয়ামে মু্ম্বইয়ের বিরুদ্ধে হলুদ জার্সি গায়ে মাঠ কাঁপাতেন ক্যাপ্টেন কুল।
মাহির ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় ক্রিকেটভক্তরা ।
কিন্তু আশাপূরণ হল না । ‘ভিলেন’ করোনা ভক্তদের ইচ্ছে পূরণ হতে দিল না ।
মারণ ভাইরাসের কোপে পিছিয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত টুর্নামেন্ট ।
আরও পড়ুন : করোনা আতঙ্কে আইপিএলের সমস্ত ম্যাচ বাতিল করল দিল্লি সরকার
আর সেই কারণেই ধোনি ধামাকা দেখার অপেক্ষা আরও বাড়ল।
করোনাকে মহামারি ঘোষণা পরেই বিসিসিআই জানিয়ে দেয়, মধ্য-এপ্রিলের আগে আইপিএল শুরু হচ্ছে ।
তবে যেভাবে গোটা দেশে করোনা হানা দিয়েছে, তাতে ক্রীড়া সূচিতে ফের বদল ঘটতে পারে ।
বিসিসিআই সূত্রে খবর, টুর্নামেন্ট শুরুর জন্য পাঁচটি দিন ভাবা হয়েছে । ১৫ এপ্রিল, ২১ এপ্রিল, ২৫ এপ্রিল, ১ মে অথবা ৫ মে শুরু হতে পারে আইপিএল ।
তবে মে মাসেও যদি টুর্নামেন্টের আয়োজন না করা যায় সেক্ষেত্রে বাতিল হতে পারে ২০২০-র আইপিএল ।
কারণ মে মাসের পর আর বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না । শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেও তাই ধীরে চলো নীতিই অবলম্বন করেছে ফ্র্যাঞ্চাইজিরা ।
করোনার জেরে বাতিল IPL,চেন্নাই ছাড়লেন মাহি
আইপিএল পিছিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে দলের প্র্যাকটিস সেশনও । টুর্নামেন্টের প্রস্তুতির জন্য চলতি মাসের শুরুতেই চেন্নাই পৌঁছে গিয়েছিলেন ধোনি ।
অনুশীলনে একের পর এক ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আইপিএলের জন্য প্রস্তুত মাহি ।
আরও পড়ুন : #covid19 করোনায় ছোঁয়ার ব্যাপক ধস শেয়ার বাজারে
কিন্তু বাদ সাধল করোনা আতঙ্ক । বন্ধ হল চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিস । সেই জন্যই চেন্নাইকে আপাতত বিদায় জানিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ধোনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি । যেখানে নিজের সেকেন্ড হোম চেন্নাইকে ধোনির বিদায় জানানোর কথা ঘোষণা করা হয়েছে।
সমর্থকদের অটোগ্রাফ আর সেলফির আবদার পূরণ করে চেন্নাই ছাড়ছেন ক্যাপ্টেন কুল ।
স্বাভাবিকভাবেই মন খারাপ ভক্তদের। কারণ আইপিএল স্থগিত হওয়ার অর্থ ধোনির খেলা দেখা থেকে বঞ্চিত হওয়া ।
কবে আবার মাহি বাইশ গজে নামেন, এখন সেটাই নেট দুনিয়ার মূল আলোচ্য বিষয় ।