করোনার জেরে ধুঁকছে গাড়ি শিল্পও

কেন্দ্র অর্থনীতি চাঙ্গা করার একগুচ্ছ দাওয়াই দিলেও গাড়ি বিক্রিতে তার ইতিবাচক কোনো প্রভাবই পড়েনি । 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- দেশের গাড়ি  শিল্পের ঝিমুনি দশা আগে থেকেই ছিল । পুজোর মরশুমে পরিস্থিতির সামান্য পরিবর্তন হয়েছিল ।

করোনার থাবায় গাড়িশিল্প

ভারতে মারণ ভাইরাস করোনার জেরে তা ফের তলানিতে গিয়ে ঠেকেছে । ফলস্বরূপ গাড়ি শিল্পে ফের ঘনাচ্ছে আশঙ্কার মেঘ।

কেন্দ্র অর্থনীতি চাঙ্গা করার একগুচ্ছ দাওয়াই দিলেও গাড়ি বিক্রিতে তার ইতিবাচক কোনো প্রভাবই পড়েনি । 

উৎসবের মরসুম ছাড়া প্রতি মাসে কমেছে বিক্রি ।

উপরন্তু ১ এপ্রিল থেকে BS6 গাড়ির দাম BS4 মডেলের তুলণায় মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে । 

চাহিদা ধাক্কা খাওয়ার ক্ষেত্রে এটাও অন্যতম প্রধান কারণ । তার মধ্যে আগামী অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে আচ্ছে দিনের আশায় ছিল গাড়ি শিল্প । 

কিন্তু তাতে নতুন করে বাদ সাধল COVID-19 । ভাইরাসের উৎসস্থল চিন থেকে দেশীয় সংস্থাগুলি অল্প হলেও কিছু যন্ত্রাংশ আনে । 

যার জোগান নিয়ে সংশয়ের জেরে গাড়ি শিল্পের সংগঠন সিয়াম বুধবার সব ধরনের গাড়ির উৎপাদনই ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে । 

দেশি-বিদেশি বেশির ভাগ সংস্থাই গাড়ির অধিকাংশ যন্ত্রাংশই এখন ভারতেই তৈরি করে। 

করোনার থাবায় গাড়িশিল্প,যন্ত্রাংশ আমদানিতে বাধা

সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা এ দিন জানান, যে সব যন্ত্রাংশ তারা চিন থেকে আনে, চিনের নববর্ষের ছুটির কথা মাথায় রেখে বছরের গোড়ায় তা আগাম মজুত করে রেখেছিল সংস্থাগুলি । 

বর্তমানে করোনার জেরে যন্ত্রাংশ আমদানি ধাক্কা খেতে পারে । সে ক্ষেত্রে সব ধরনের গাড়ির উৎপাদনই আগামীতে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে ।

আরও পড়ুন : ৩০ দিনের মাথায় স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই

তবে বিকল্প বাজার থেকে সেগুলি আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছে গাড়ি শিল্প।

অবশ্য রাজনের দাবি, সেগুলি নিয়ম মেনে পরীক্ষা করে দেখতে হবে । সেই প্রক্রিয়া শুরু হতেও বেশ খানিকটা সময় লেগে যাবে । 

আপাতত দেশের শেয়ার বাজারের মতো করোনার মারণ গ্রাসে দেশের গাড়ি শিল্প ।

সম্পর্কিত পোস্ট