করোনার করালগ্রাসঃ নেই রোজগার, অভাব অনটনে আত্মহ্ত্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউনের জেরে বন্ধ রোজগার। আর তারই জেরে অভাব-অনটন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর গ্রামে।
মৃতের নাম হাসবেরা খাতুন(১৩)। হাসেনুর খাতুন(১৬) নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবার বছরখানেক আগে মৃত্যু হয়েছে। পরিবারের রয়েছে এক ভাই এক বোন। মা ও ছেলে দুজনেই অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন। এমত অবস্থায় দুই মেয়ে পরিচারিকার কাজ করে মূলত সংসার চালাতেন।
আরও পড়ুনঃ জীবন জীবিকার এই লড়াই আমাদের জিততেই হবেঃ অতনু প্রসাদ মিত্র-খাদ্য দ্রব্য বন্টনের পঞ্চম দিন
সম্প্রতি করোনা সংক্রমনের জেরে কাজকর্ম বন্ধ। যারফলে রোজগারহীন ভাবে বাড়িতেই ছিলেন তারা। এমত অবস্থায় অভাব-অনটনে ভুগছিলেন। অভাব-অনটন সহ্য করতে না পেরে দুই বোন একই ওড়নাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
যদিও একজনের ওড়না ছিঁড়ে যাওয়ায় এক বোন পড়ে যায়। স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর জন চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।