“স্বচ্ছতার অভাবেই দুর্নীতি হয়েছে”- দাবী রাজ্যপালের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের নির্বাচন বড়ো চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। ঠিক তার আগে রাজ্যপালের একাধিক মন্তব্য বিপাকে ফেলছে সরকার পক্ষকে।
ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টুইট যুদ্ধে নামলেন রাজ্যপাল। শুক্রবার সকালে পরপর দুটি টুইট করে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কেনাতেও দুর্নীতির অভিযোগ সামনে আনলেন।
করোনা চিকিৎসার জন্য গত কয়েকমাসে প্রায় ২ হাজার কোটি টাকার সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। যার গুণমান খারাপ ছিল। সম্প্রতি একথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়। এবিষয়ে খোঁজ খবর নেওয়ার পরই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
ভারতীয় ক্রিকেটে সফলতম অধিনায়কের বিদায়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীর
সেই প্রসঙ্গ টেনে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীকে বিঁধে লেখেন, “এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।”
https://twitter.com/jdhankhar1/status/1296690360563900416?s=09
আরেকটি টুইটে ধনকড় লেখেন, “কেনাকাটার কাটমানি কোথায় গেল? কে বা কারা লাভবান হলেন? সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।”
চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কেনাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি কানে যেতেই তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কোথা থেকে সরঞ্জাম কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছে তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান তিনি।
https://twitter.com/jdhankhar1/status/1296690621621481473?s=09
এর আগে রেশন দুর্নীতি নিয়েও সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। এমনকি আমফান মোকাবিলাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। যাতে কার্যত বলে চলে যায় বিরোধী কোর্টে। একই ইস্যুতে সরব হয় বাম-কংগ্রেস এবং বিজেপি।
যদিও রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে দাবী করে তৃণমূল। স্বয়ং মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় একটা আধটা ঘটনাকে ফুলিয়ে ফাপিয়ে দেখানো হচ্ছে। এবার কোভিড চিকিৎসার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় ফের অস্বস্তিতে পড়তে হল রাজ্য সরকারকে।