দুর্নীতি নাকি রাজনীতি? কিসের রেশন ?
শুভজিৎ চক্রবর্তী
মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গরিব কল্যাণ অন্ন যোজনা অনুসারে নভেম্বর মাস অবধি ৮০ কোটি ভারতীয়ের জন্য বিনামুল্যে রেশন ঘোষণা করলেন তিনি।
পাল্টা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর ঘোষণার কথা শোনার পরেই বাড়িয়ে দিলেন বিনামূল্যে রেশনের গ্রাহকের ঘোষণা। আগামী বছরের জুন মাস অবধি বিনামুল্যে রেশন ঘোষণা করলেন তিনি।
মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের নয়া যোজনা অনুসারে রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ রেশন পান। রাজ্য সরকারের নতুন প্রকল্প অনুযায়ী এবার ১০ কোটি মানুষ রেশন পাবেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই শুরু হয়েছে সমালোচনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্প্রতি আমফান এবং করোনা নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, তাতে পায়ের তলার মাটি হারিয়েছে তৃণমূল।
Covid19: আগামীকাল থেকে শুরু আনলক ২ পর্ব, কলকাতায় মৃতের সংখ্যা ৩০০র বেশী
দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক নীচু তলার তৃণমূল নেতাদের। দলের তরফে শোকজ করা হয়েছে বহু নেতাকে। তাই নতুন করে মাটি ফিরে পেতে ১০ কোটি মানুষের জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করলেন তৃণমূল সুপ্রিমো।
তার ওপর পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রধানমন্ত্রীর আর্থিক ঘোষণাকেও উল্লেখযোগ্য হিসাবে দেখছে রাজনৈতিক মহল। আগামী কয়েকমাসে এই ইস্যুগুলোকে হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে গেরুয়া শিবির।
সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এই মুহুর্তে রেশনকে হাতিয়ার করেই প্রচারে নামতে চায় দুই রাজনৈতিক দল।