জালনোট দিয়ে সোনার গয়না কিনে বারাসাতে গ্রেফতার ১
দ্য কোয়ারি ডেস্ক: ৫০০ টাকার জাল নোট দিয়ে সোনার দোকান থেকে গহনা কিনতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি।
বারাসাত নবপল্লী পোস্ট অফিসের কাছে ২৮৫০০ টাকা দামের সোনার গহনা কিনতে এসেছিলেন এক ব্যক্তি। দোকানদার সঞ্জয় মজুমদার বলেন দু জোড়া কানের দুল কিনে ২৮৫০০ টাকা দুবার গুনে তার হাতে দেন।
সেই সময় টাকা গুলি আসল ছিল । জিনিস ব্যাগে ভরে ফের টাকা ফেরৎ চান ওই ব্যক্তি। তার পরেই টাকা পাল্টে আবার একটা বান্ডিল টাকা দোকানদারকে দেন তিনি। তাতেই সন্দেহ দানাবাধে দোকানদারের।
ইতিমধ্যে ওই ব্যক্তি বাইকে উঠে বেড়িয়ে যাওয়ার চেস্টা করে। তৎক্ষনাৎ তাকে ধরে ফেলেন ওই দোকানদার।
দোকানদারের দাবী ওই ব্যক্তি দ্বিতীয় বান্ডিলে ২৮০০০ হাজার টাকা জাল ৫০০ টাকার নোটে দিয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/stolen-mobile-resque-by-coochbehar-police/
খবর দেওয়া হয় বারাসাত থানায়। পুলিশ জাল টাকা সহ ওই ব্যক্তি কে আটক করেছে। জেরায় জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মুন্না খান। তার বাড়ি সোনাপুর এলাকায়।