ধাক্কার পর ধাক্কা! পার্থর জরুরি আর্জি শুনল না আদালত, সাত সকালেই মন্ত্রীকে ভুবনেশ্বর নিয়ে গেল ইডি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার রাত দশটা নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিনোদ চৌধুরী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্জি মেনে জানিয়ে দেন ভুবনেশ্বর এইমসেই স্বাস্থ্য পরীক্ষা হবে পার্থ চট্টোপাধ্যায়ের। এই রায়ে বড়সড় ধাক্কা খান রাজ্যের হেভিওয়েট মন্ত্রী।

সঙ্গে সঙ্গে নিজের আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন তিনি। রাতেই জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানান। কিন্তু মন্ত্রীর সেই আবেদনে কান দিল না আদালত। রাতে কোন‌ও শুনানি হয়নি। ফলে কথামত সোমবার সকাল ৭ টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল ইডির আধিকারিকদের একটি টিম।

ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত রকম শারীরিক পরীক্ষা হবে। কার্ডিওলজিস্ট, নেফ্রলজিস্ট, মেডিসিন সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ইডির হাতে আজ দুপুরের মধ্যেই মেডিকেল রিপোর্ট তুলে দেবেন। আদালতের নির্দেশে দুপুর তিনটের মধ্যেই সেই মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে ইডিকে।

টাকার পাহাড়, সঙ্গে নারী! জনতার আদালতে বিচার হয়েই গিয়েছে পার্থর

আইনজীবীদের একাংশের ধারণা, ভুবনেশ্বর এইমসের মেডিকেল রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায়কে যদি ফিট অর্থাৎ শারীরিকভাবে সুস্থ দেখানো হয়, তবে আর হাসপাতালে নয় এবার ইডি হেফাজতের লকাপেই যেতে হতে পারে এই বর্ষিয়ান রাজনীতিবিদকে।

কারণ রবিবার কলকাতা হাইকোর্টে ইডির আইনজীবী দাবি করেন, সাজা এড়াতেই এস‌এসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই নিয়ে বিচারপতির এজলাসে দুপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত আদালত যে রায় দেয় তাতে কার্যত ইডির অভিযোগ মান্যতা পেয়েছে বলেই মনে করছে আইনজীবী মহল।

ফলে এদিন সকালের ভুবনেশ্বর যাত্রাটাই যথেষ্ট বড় ধাক্কা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এদিকে মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ইডি হেফাজতের মেয়াদ বৃদ্ধি নিয়ে সোমবার ফের শুনানি হবে আদালতে।

সম্পর্কিত পোস্ট