বাজিতে নিষেধাজ্ঞা আদালতের, বিকল্প পথ বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আদালতের নির্দেশে এবার কালীপুজোর (Kalipujo) দীপাবলিতে (Diwali) সব ধরনের বাজির উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। এমত অবস্থায় বিকল্প ব্যবসা খুঁজে নিয়েছেন বাজি ব্যবসায়ীরা।
ফিবছর দীপাবলিতে এই শহরে যারা নানারকম আতশবাজির পসরা সাজিয়ে বসেন এবার তাঁরা নিজেদের পুঁজি লাগিয়েছেন রকমারি বাহারি আলো প্রদীপ ও মোমবাতিতে। গ্রাহকদের আকর্ষণ করতে দামের ছাড়ের পাশাপাশি হরেক রকম কৌশলও নিতে দেখা যাচ্ছে তাদের।
বড়বাজার এবং ওল্ড চায়না মার্কেটে কোথাও বাজি নিয়ে বসেননি বিক্রেতারা। যারা আগে বাজি বিক্রি করতেন, এবার তাঁদের কেউ মোমবাতি বিক্রি কেউ টুনি আলো বিক্রি করছেন। এক বিক্রেতা জানালেন, মঙ্গলবার পুলিশ এসে সমস্ত বাজি বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। জানিয়ে গেছে কেউ যেন বাজি বিক্রি না করে। তাই ভয়ে ফানুসও বিক্রি করছেন না কেউ। যেকারণে তন্নতন্ন করে খুঁজেও বাজির দেখা মিলছে না।
তৈরী হচ্ছে কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনীর সংগ্রহশালা
চম্পাহাটি (Champahati) ও নুঙ্গির বাজি শিল্পের সঙ্গে জড়িয়ে আছে প্রায় দেড় লক্ষ মানুষ। এ বছর তেমন বাজি বিক্রি হয়নি। ফলে আর্থিকভাবে তাঁরা বিপর্যস্ত। তাঁদের দাবি, আগামী বছর থেকে তাঁরা যেন পরিবেশবান্ধব বাজি তৈরির অনুমতি পান। এবং তাঁদের অনুমোদন পুনরায় নবীকরণ করা হোক যাতে তাঁরা পরিবেশবান্ধব বাজি তৈরি করতে পারেন