কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে ‘নিয়ন্ত্রিত জরুরী প্রয়োগ’ এর জন্য ছাড়পত্র দিল ডিসিজিআই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের প্রতিরোধে অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে ‘নিয়ন্ত্রিত জরুরী প্রয়োগ’ এর জন্য ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া।
রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন কন্ট্রোলার জেনারেল ডিজি সোমানি। তিনি জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের বিভিন্ন পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। তা সন্তোষজনক মনে হওয়ার পরেই দুটিকেই নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ওয়েইসি, দেখা করলেন আব্বাস সিদ্দিকির সঙ্গে
এই ঘোষণার পরেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, দেশকে কোভিড মুক্ত করতে এই পদক্ষেপ ভীষণ জরুরী ছিল। দেশের কাছে এটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে জানিয়েছেন তিনি। সমস্ত গবেষক এবং বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে করোনা রুখতে ভ্যাক্সিনের খবর নতুন করে আশা জোগাবে বলে জানিয়েছেন তিনি। এমনকি দ্রুত টিকাকরণ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
শনিবারই ভারত বায়োটেকের করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। শুরু থেকেই আশা দেখিয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে নিয়ন্ত্রিত জরুরী ব্যবহারের জন্য এই টিকাকে ছাড়পত্র সুপারিশ করা হয়। শনিবার সমস্ত তথ্য জমা দেওয়ার পরেই ছাড়পত্র দিল ডিসিজিআই।