কোভিড-১৯ এর শিকার প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। ভারতেও ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বাদ যায়নি প্রতিবেশী পাকিস্তানও। এবার কোভিড-১৯ এর শিকার হলেন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

টুইটারে তার আক্রান্তের খবর নিজেই শেয়ার করেছেন প্রাক্তন পাক অলরাউন্ডার। টুইটারে সেই খবর ছড়িয়ে পড়তেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন শাহিদ ভক্তরা।

বিচ্ছেদের সুর বাজছে মারকুইজ স্ট্রিটে, মন ভালো নেই এক টুকরো বাংলাদেশের

সম্প্রতি কোভিড-১৯ এর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নিজেই উদ্যোগ নিয়েছিলেন আফ্রিদি। এমনকি বেশ কিছু জায়গায় অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার ছবি দেখেছে গোটা বিশ্ব।

সম্পর্কিত পোস্ট