Covid-19 Cases in India: চার লক্ষের গন্ডি ছাড়াল দৈনিক আক্রান্তেরর সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবারের পর শনিবারও করোনায় আক্রান্তের গণ্ডি ছাড়ালো 4 লক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 4 লক্ষ 1 হাজার 78 জন।

গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4187 জনের। ভারতে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ 38 হাজার 270 জনের। মোট আক্রান্তের সংখ্যা 2 কোটি 18 লক্ষ 92 হাজার 676 জন।

অ্যাক্টিভ রোগীর সংখ্যা 37 লক্ষ 23 হাজার 446 জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি 79 লক্ষ 30 হাজার 960 জনের। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন লক্ষ 18 হাজার 690।

তৃতীয়বারের জন্য বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

শুক্রবার সন্ধ্যায় সব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফের বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে,পশ্চিমবঙ্গে 24 ঘন্টায় নতুন করে করণ আক্রান্ত হয়েছেন 19 হাজার 216 জন। মৃত্যু হয়েছে 112 জনের। এদিনও সংক্রমনের শীর্ষে ছিল উত্তর 24 পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা 3957। কলকাতায় আক্রান্তের সংখ্যা 3915 জন।

অন্যদিকে গত 24 ঘন্টায় দৈনিক মৃত্যুর সংখ্যার প্রথম স্থানে মহারাষ্ট্র। একদিনে মৃত্যু হয়েছে 898 জনের। কর্নাটকে একদিনের মৃত্যু হয়েছে 592 জন এর। শুক্রবার এর তুলনায় অপেক্ষাকৃত আক্রান্তের সংখ্যা কম শনিবার।

সম্পর্কিত পোস্ট