বাংলার মাথায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মেঘ, সিকিমে শতাধিক আক্রান্ত

লাল পাণ্ডার দুনি়য়ায় প্রবল আতঙ্ক

দ্যা কোয়ারি ডেস্ক: মারাত্বক সংক্রামক কারখানার ডেল্টা ভ্যারিয়েন্ট পশ্চিমবঙ্গে এখনও আসেনি। তবে চিন্তার কালো মেঘ জমা হয়েছে বাংলার মাথায়। প্রতিবেশি রাজ্য সিকিমে প্রায় শতাধিক এই ভ্যারিয়েন্টে সংক্রমিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এই মুহূর্তে সর্বাধিক চিন্তার বিষয়। দেশের অন্যত্র এর সংক্রমণ হলেও পশ্চিমবঙ্গে দেখা মেলেনি।

সিকিমের স্বাস্থ্যমন্ত্রী এম কে শর্মা জানিয়েছেন, রাজ্যে ৯৭ জনের দেহে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব। তাদের নমুনা পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেখান থেকেই রিপোর্ট এসেছে।

রিপোর্ট আসতেই সিকিম জুড়ে নেমেছে ভয়ের ছায়া। রাজধানী গ্যাংটক সহ সর্বত্র জারি হয়েছে বিশেষ বিধিনিষেধ। সম্প্রতি সিকিম সরকার পর্যটন কেন্দ্রগুলি নতুন করে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে। আপাতত সেসব বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে।

সিকিমের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, রাজ্যে জুলাই মাস জুড়ে করোনা সংক্রমণের হার ছিল ১৮ শতাংশের একটু বেশি।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে বিশ্ব জুড়ে প্রবল উদ্বেগের বিষয়। এই ভ্যারিয়েন্ট অতি সংক্রামক ও বিপদসূচক বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

সম্পর্কিত পোস্ট