লকডাউনে থমকে রেলের চাকা, আটকে বহু প্রকল্প , ক্ষতি কয়েক হাজার কোটি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউনে থমকে গতি। রেলের চাকায় ভর করে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, তা আপাতত আটকে।

৪০ দিনব্যাপী লকডাউনের জেরে চরম আর্থিক ক্ষতির মুখে গোটা দেশ। বাদ পড়েনি দেশের রেল বিভাগও। পরিসংখ্যান জানাচ্ছে এই ৪০ দিনে রেলের ক্ষতি হয়েছে ৯০ হাজার কোটি টাকা।

মার্চের ২৪ তারিখ লকডাউন ঘোষণা করার পর থেকে রেলের হিসেব মত ক্ষতির পরিমাণ হওয়ার কথা ১.৪৮ লক্ষ কোটি।

চলতি আর্থিক বছর ২০২০-২০২১ সালে এই ক্ষতির পরিমাণই হিসেব করেছিল রেল। আপাতত ৪০ দিনে ক্ষতির পরিমাণ

ভিনদেশ থেকে ভারতীয়দের ফেরাতে আজ থেকে শুরু ‘বন্দে ভারত’ অভিযান

দাঁড়িয়েছে ৯০ হাজার কোটি। লকডাউন কতদিন চলবে, তার ওপর নির্ভর করছে রেলের মোট ক্ষতির পরিমাণ কত দাঁড়াবে।

উল্লেখ্য, ভারতীয় রেল তৃতীয় দফার লকডাউন শুরু হওয়ার আগে পর্যন্ত এই হিসেব করেছে বলে খবর। অর্তাৎ তেসরা মে-র আগে পর্যন্ত এই পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে। ফলে এই হিসেব যে আরও বেড়েছে, তা বলাই বাহুল্য।

এই রিপোর্ট ফিনান্স কমিশনে জমা পড়েছে। এই আর্থিক ক্ষতি নিয়ে পরবর্তীতে চলা যে মুশকিল, তা স্বাভাবিক। এদিকে, কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া না হলে রেলের ক্ষতির বোঝা আরও বাড়বে।

সম্পর্কিত পোস্ট