ফের সংক্রমণের শিখরে কলকাতা, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: ফের সংক্রমণের শিখরে কলকাতা। দিন কয়েক ধরে মহানগরের কোভিড গ্রাফ কিছুটা নিম্নমুখী থাকলেও ফের প্রথম স্থানে উঠে এসেছে তিলোত্তমা। শুধু কলকাতা নয়, এই মুহুর্তে কোভিডে চিন্তা বাড়াচ্ছে মোট ৪ জেলা।
সোমবার ২৪ ঘন্টায় বাংলায় করোনা সংক্রমিত হয়েছিল ৫৫৭ জন। মঙ্গলবার সেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯।
গত ২৪ ঘন্টার তথ্য অনুযায়ী উত্তর ২৪ পরগণাকে টপকে রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে কলকাতায়। একদিনে মহানগরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৮ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। জেলায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭। ২৪ ঘন্টায় ৬৫ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। চিন্তা বাড়াচ্ছে দার্জিলিংও।
২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৬৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন।
রাজ্যে এদিন সুস্থ হয়েছেন ৭২৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ৫ লক্ষ ৬ হাজার ৫৭২ জন। রাজ্যে আজ করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। ১০ই অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১৫ শতাংশ।