Covid-19 mutant XE : চিকিৎসকদের ঘুম কাড়তে এসে গেল করোনার নতুন প্রজাতি XE, আর‌ও সংক্রামক…

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সে শেষ হয়েও হয় না শেষ। যাবতীয় সরকারি বিধি নিষেধ উঠে যাওয়ায় যখন একটু একটু করে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারতের মানুষ ঠিক তখনই ওমিক্রনের (Omicron) থেকেও বেশি সংক্রমণ করোনা প্রজাতির (Covid Virus) সন্ধান দিলেন বিশেষজ্ঞরা।

ওমিক্রনের দুটি উপ-প্রজাতির সংমিশ্রণে নয়া ‘এক্স‌ই’ ( Covid-19 mutant XE ) প্রজাতি করোনা ভ্যারিয়েন্টটির উদ্ভব হয়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রাথমিকভাবে জানিয়েছে এই নতুন প্রজাতির করোনা ভাইরাসের রূপটি ওমিক্রনের থেকেও কমপক্ষে ১০ শতাংশ বেশি সংক্রামক!

করোনার (Corona ) তৃতীয় ঢেউ এনেছিল ওমিক্রন ভ্যারিয়েন্ট। সারাবিশ্বের পাশাপাশি ভারতবর্ষকেও নাকানিচোবানি খাইয়েছিল সে। হয়তো মৃত্যুর হার অনেক কম ছিল, কিন্তু প্রায় প্রতি ঘরে ঘরে মানুষ তাতে আক্রান্ত হয়।

Covid-19 mutant XE

সপ্তাহখানেক আগেও ওমিক্রনের উপপ্রজাতি বিএ.২ ইউরোপ ও আমেরিকায় তাণ্ডব চালিয়েছে। মার্কিন মুলুকের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এরইমধ্যে চোখ রাঙাতে শুরু করল এক্স‌ই প্রজাতির করোনা ভাইরাস।

হুর (World Health Organization) বিশেষজ্ঞদের অনুমান ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ এই দুটি উপ-প্রজাতির সংমিশ্রণের ফলেই তৈরি হয়েছে এক্স‌ই ভ্যারিয়েন্ট। এই নতুন প্রজাতির করোনাভাইরাসের মারণ ক্ষমতা কম বলেই প্রাথমিকভাবে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Ukraine Russia War : চিনের জুজু দেখিয়ে রাশিয়ার পাশে থেকে ভারতকে সরাতে চান বাইডেন!

এই নয়া প্রজাতির ( Covid-19 mutant XE ) অতিরিক্ত সংক্রামক ক্ষমতা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। জানা গিয়েছে এই নতুন প্রজাতিটি গত ১৯ জানুয়ারি প্রথম ইংল্যান্ডে (England) নজরে আসে। এর মধ্যে সে দেশে কমপক্ষে ৬০০ জন এক্স‌ই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এদিকে সারাবিশ্বেই আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে এক্স‌ই খুব দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা। যদিও ব্রিটেনের দাবি পরিস্থিতি এখনও অব্দি নিয়ন্ত্রণে আছে, তারা সর্বক্ষণ তিক্ষ্ণ নজরদারি চালাচ্ছে।

সম্পর্কিত পোস্ট