Omicron Variant: দিল্লিকে টপকে আক্রান্তের নিরিখে শীর্ষে মুম্বই, ভারতে প্রথম ওমিক্রনের বলি ১
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই দেশে ওমিক্রন আক্রান্তের নিরিখে শীর্ষে ছিল দিল্লি। এবার দিল্লিকে টপকে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫০। এরমধ্যে ১২৫ জন সুস্থ হয়ে উঠেছেন।গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৬৮ জন, যা আগের দিনের তুলনায় ৩৭ শতাংশ বেশী।
জেলা ভিত্তিক সংক্রমণের হারে শীর্ষে রয়েছে মুম্বই। অন্যদিকে, ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু হল বৃহস্পতিবার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই প্রৌঢ় সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন মহারাষ্ট্রে। এই মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দেশবাসীর মনে।
সূত্র মারফত জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা বছর ৫২-র ওই প্রৌঢ় সদ্যই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। ফেরার কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ২৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। কিন্তু সেসময় তাঁর ওমিক্রন আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়নি।
বৃহস্পতিবার এনআইভি রিপোর্ট জানা যায়, ওমিক্রন থাবা বসিয়েছিল ওই প্রৌঢ়ের শরীরে। যার জেরে মৃত্যু হয়েছে তার। তথ্য অনুযায়ী, ভারতে প্রথম ওমিক্রনের বলি এই প্রৌঢ়।
J&K Encounter: বছর শেষেও এনকাউন্টার উপত্যকায়, খতম ৩ জইশ জঙ্গি
মহারাষ্ট্রের পরিস্থিতি অত্যন্ত জটিল। পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার ওই রাজ্যে সংক্রমণ বেড়েছে ৩৭ শতাংশ। অন্যান্য রাজ্যের পরিস্থিতিও ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্যকে নতুন করে সতর্ক করেছে কেন্দ্র।
বৃহস্পতিবারই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৯৬১। ২৪ ঘণ্টাতেই সেই আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ১২৭০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩০৯ জন ওমিক্রন আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে।