ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, দিল্লি ও রাজস্থানে লকডাউন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটিও।

প্রায় এক বছর বন্ধ থাকার পর ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হয়। কিন্তু ফের করোনার দাপটে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এমনকি রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

সোমবার দেশজুড়ে করোনা আক্রন্তের সংখ্যা ২,৭৩,৮১০। মৃত ১৬১৯ জন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪১৯ জন। ভোটপর্বে প্রচারে রাশ টানছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ভিন রাজ্য থেকে আসা মানুষদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এখনই কোনও লকডাউনের সিদ্ধান্তে হাঁটতে চাইছে না সরকার।

দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা ৬৮৬৩১ জন। দেশের ছয় রাজ্য থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক, ঘোষণা মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের।

এক সপ্তাহের জন্য দিল্লিতে সম্পূর্ণ কার্ফু জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিছুদিন আগেই উপরাজ্যপাল অনীল বৈজয়নের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট