রাজ্যে করোনায় মৃতের হার ১৩.০২ শতাংশ, একনজরে ৮ জেলার আপডেট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যত দিন যাচ্ছে ততই উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্য়া। ইতিমধ্যেই করোন পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফের কেন্দ্রকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা রাজ্যে করোনা মোকাবিলার পরিকাঠামোর বিভিন্ন ফাঁক-ফোকর তুলে ধরেছেন। পাশাপাশি চিঠিতে তিনি বলেন,পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুহার ১৩.০২ শতাংশ। যা দেশের যে কোন রাজ্যের তুলনায় বেশি। এর থেকে স্পষ্ট রাজ্যে পর্যাপ্ত নমুনা পরীক্ষা হচ্ছেনা।

একনজরে রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিসংখ্যানঃ (এখন পর্যন্ত)

পশ্চিম মেদিনীপুর

  • মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক রোগী করোনা পজিটিভ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।
  • জানা গেছে, মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠরত এক ইন্টার্ণ তার বাবার শারীরিক অসুস্থতার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তাঁকে ভর্তি করেন।
  • তাঁর করোনা পরীক্ষার পর মঙ্গলবার রাতে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।
  • হাওড়া জেলার নিবাসী ওই বৃদ্ধকে বড়মা সিরোনা কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
  • অন্যদিকে, সাধারণ মেডিসিন বিভাগে ভর্তি থাকা রোগী করোনা পজিটিভ হওয়ায় ঐ ওয়ার্ডের অন্যান্য রোগীরা আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়েছেন।
  • হাসপাতাল কর্তৃপক্ষ ওই ওয়ার্ডটি খালি করার পাশাপাশি অন্যান্য রোগীদের করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে।

নদীয়া

  • নদীয়া জেলায় নতুন করে ২৫ জনের স্যাম্পল কলকাতায় পাঠানো হয়েছে।
  • করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করতে হয়েছে।
  • বর্তমানে মোট ১০০ জন জেলার বিভিন্ন আইসোলেশন ওয়ার্ডে রয়েছে।
  • এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে নতুন করে ১৩ জনকে আনা হয়েছে।
  • বর্তমানে জেলার কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে ১২১ জন রয়েছে।
  • অন্যদিকে এ পর্যন্ত ১১৮৮ জনকে কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।
  • উল্লেখ্য, এ পর্যন্ত করোনা সন্দেহে জেলায় মোট ৩৪৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
  • এদের মধ্যে ২৪৪ জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।

করোনায় মৃত্যুর হার অত্যাধিক, রয়েছে নজরদারীর অভাব- ফের রাজ্যকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

বীরভূম

  • আজ আবার ৩ জনের নমুনায় করোনা পজিটিভ মিলেছে।
  • এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হল মোট ৬ ।
  • আজ নতুন করে ১০০ জনের লালারসের নমুনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
  • অন্যদিকে নমুনা পরীক্ষার রেজাল্ট জেলায় এসেছে ৯৮ জনের।
  • তাদের মধ্যে তিনজন পজিটিভ।
  • জেলায় গভঃমেন্ট কোয়ারান্টিনে ভর্তি রয়েছেন মোট ৫৭৯ জন।

হাওড়া

  • হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৭৭।
  • সুস্থ হয়েছেন ২২ জন।

পুরুলিয়া

  • এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় কোন কভিড পজিটিভ পাওয়া যায়নি।
  • তবে সন্দেহভাজনদের লালারসের নমুনা প্রত্যহ পাঠানো হচ্ছে মেদিনীপুরে পরীক্ষার জন্য।
  • আজ আরও ৬ জনের নমুনা পাঠানো হয়েছে।
  • সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ২৩৮ জনের নমুনা পাঠানো হয়েছে পুরুলিয়া থেকে।
  • এদিন আইসোলেশন ওয়ার্ড থেকেও সাত জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
  • এদিন অবশ্য সরকারী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ১ জনকে।
  • হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৩১৩ জনকে।

উত্তর24পরগণা

  • উত্তর ২৪ পরগনা জেলায় আজ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১।
  • মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১।
  • সুস্থ হয়ে আজ ৭ জন বাড়ি ফিরেছেন।
  • কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৩ জন।

পূর্ব বর্ধমান

  • জেলায় আজ নতুন করে করোনা আক্রান্তের খবর নেই।
  • বামবটতলার বেসরকারি প্রি কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন।
  • নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন।
  • হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১১ জনকে।
  • গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের।ক্রিটিকাল কেয়ার ইউনিটে রয়েছেন ৯ জন।
  • অক্সিজেন চলছে ৯ জনের। ভেন্টিলেটরে আছেন ১ জন।
  • আজ হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ২৫ জনকে।

মুর্শিদাবাদ

  • কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন ভিন দেশ ফেরত ১০০২ জন।
  • ভিন রাজ্য ফেরত ২২৭১ জন জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
  • ভিন রাজ্য ফেরত ৪২হাজার ৪৪৬ জন হোম কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন।
  • কোয়ারান্টাইন কেন্দ্রে রয়েছেন ৪ জন।
  • বহরমপুর আইসোলেসন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৪ জন।
  • জেলার বাইরে কলকাতায় চিকিৎসাধীন ১ জন করোনা পজিটিভ।

 

সম্পর্কিত পোস্ট