বাংলাদেশে বাড়ছে করোনা, টিকা ছাড়া রাস্তায় বেরোলেই ‘অপরাধ’, হবে শাস্তি
বিশেষজ্ঞরা বলছেন নেহাতই ফাঁকাবুলি
দ্য কোয়ারি ডেস্ক: করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলেই দিতে হবে জরিমানা। এই জরিমানা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ। একই সঙ্গে টিকা ছাড়া চলাফেরা অপরাধ হিসেবে গণ্য করা হবে।
১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা ছাড়া রাস্তায় বের হলে পেতে হবে শাস্তি। এমনই জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে কিনা। বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট সময়ের মধ্যে, সবার টিকাকরণ সম্ভব হবে না। ফলে এমন ধরনের ঘোষণা কোনও কাজে আসবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা না নিয়ে কেউ কর্মস্থলে আসতে পারবেন না। ১৮ বছরের বেশি কেউ টিকা না নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। হেঁটে হোক অথবা যে কোনো বাহনেই হোক, কেউ বের হলে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে।