ভয়াবহ ভারতীয় ডেল্টার আতঙ্কে টোকিও অলিম্পিক কাঁপছে

হটস্পট ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের নিয়ে ভয়

দ্য কোয়ারি ডেস্ক: করোনা-অলিম্পিক! এই নামেই বিশ্ব ইতিহাসে স্থান পেতে চলেছে আসন্ন টোকিও অলিম্পিক। বিশ্বজোড়া মহামারির নতুন ঢেউ যখন তখন সুনামির মতো আছড়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্যে স্পষ্ট অলিম্পিক শুরুর মাত্র চার দিন আগে করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ শুরু হয়েছে ইন্দোনেশিয়ায়।

দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া এখন করোনার হটস্পট। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে উঠে এসেছে, এই দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের নতুন তরঙ্গ আঘাত করেছে।

কী অবস্থা ইন্দোনেশিয়ার? বিবিসি ও এপি সংবাদ সংস্থার খবর,

রোগীদের ভিড় উপচে পড়ায় হিমশিম খাচ্ছে রাজধানী শহর জাকার্তার হাসপাতালগুলি। দেশটির বিভিন্ন এলারায় হাসপাতালে জায়গা  না পেয়ে রোগীরা তাঁবু অথবা গাড়িতে অপেক্ষা করছেন। হাজার হাজার ইন্গোনেশিয়ান মৃত্যুর মুখে। শুরু হয়েছে চিকিৎসা সংকট।
ভারত ও ব্রাজিলকে ছাপিয়ে এখন করোনার নতুন হটস্পট এই দেশ।

ইন্দোনেশিয়ায় রবিবার পর্যন্ত শনাক্তের সংখ্যা ২৮ লাখ ৭৭ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৭৩ হাজার ৫৮২ জনের মৃত। দৈনিক ৫০ হাজার কোভিড আক্রান্ত হচ্ছে।

ইন্দোনেশিয়ার পরিস্থিতিতে প্রবল উদ্বেগে জাপানবাসী। কারণ, টোকিও অলিম্পিকে অংশ নিতে ইন্দোনেশিয়া থেকে প্রতিযোগীরা আসবেন। এর মধ্যেই বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা ঢুকতে শুরু করেছেন।

এদিকে অলিম্পিক ভিলেজে ছড়িয়েছে করোনা। জাপান সরকার জানিয়েছে, সবরকম সতর্কতা অবলম্বন করেই অলিন্পিক অনুষ্ঠিত হবে। এতেই ভয় জাপান জুড়ে। অলিম্পিক কি ফের মৃত্যু মিছিল ডেকে আনবে দেশে, উঠছে এই প্রশ্ন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জমা হচ্ছে ক্ষোভ।

করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ভারতে। গত মে মাসে ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ১৪ হাজার ছাড়িয়েছিল। হু জানাচ্ছে,  এখন ভারতে সংক্রমণের হার ৪০ হাজারে নেমে এসেছে। যদিও  নতুন করে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা

সম্পর্কিত পোস্ট