৮০ দিন পর সর্বনিম্ন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৮১ দিনের মাথায় দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা নামল ৬০ হাজারের নীচে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮,৪১৯ জন। দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৮,৮১,৯৬৫ জন। টিকাকরণে জোর দেওয়ার কারণেই দেশে আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১,৫৭৬ জনের। এখনও অবধি করোনায় মোট মৃতের সংখ্যা ৩,৮৬,৭১৩ জন। গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৮৭,৬১৯ জন। এখনও অবধি সুস্থ হয়েছেন ২,৮৭,৬৬,০০৯ জন। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণের হার ৩.২২ শতাংশ।

প্রান্তিক মানুষদের সুবিধার্থে‌ বাংলা সহায়তা কেন্দ্রে অনলাইনে আবেদন করার সুযোগ

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ধীরে ধীরে লকডাউন শিথিল করতে শুরু করেছে একাধিক রাজ্য। জুলাই থেকে সমস্ত স্কুল, কলেজ খোলার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা সরকার। কিন্তু আবার সমস্ত দুরত্ববিধি ঘুচিয়ে ভিড় জমাতে শুরু করেছে সাধারণ মানুষ। এর ফল আসন্ন তৃতীয় ঢেউয়ে ব্যাপকভাবে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৪৪৩ জন। মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৯১২ জন৷ তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৮,১৮৩ জন। গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ৩৮,১০,৫৫৪ জন।

সারা দেশে টিকাকরণ হয়েছে ২৭,৬৬,৯৩,৫৭২ জনের৷ কিন্তু এই সংখ্যা অনেকটাই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ যদিও চলতি বছরের শেষে ১০০ কোটির অধিক মানুষকে টিকা দিতে চাইছে কেন্দ্র সরকার।

সম্পর্কিত পোস্ট