রাজ্যে ১৫ দিন বাড়ল করোনাবিধির মেয়াদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে কোভিড সংক্রমণ এখন তলানিতে। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা এখনই সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে নারাজ রাজ্য সরকার। দোল ও হোলি উৎসব উপলক্ষে একদিন ছাড় দেওয়া ছাড়া নৈশকালীন বিধিনিষেধের মেয়াদ বহাল থাকছে মার্চ মাস জুড়ে। মঙ্গলবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে বিধি নিষেধের মেয়াদ ৩১ শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে।

এই সময় রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সাধারণ মানুষ এবং যানবাহনের গতিবিধির উপরে নিয়ন্ত্রন জারি থাকবে বলে জানান হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।

বিধানসভায় বাজেট আলোচনার জবাবী ভাষণে কেন্দ্রকে নিশানা অর্থমন্ত্রীর

রাজ্য সরকার দোল ( Dol Utsab 2022 ) এবং হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে একদিনের ছাড় দিয়েছে।

দোলযাত্রার আগের দিন অর্থাৎ ১৭ মার্চ হোলির দহন উৎসব পালন করার জন্য মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত লোক ও যানবাহন চলাচলে জারি নিষেধাজ্ঞা থাকছে না বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  উল্লেখ্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখনো রাজ্যে ওই নৈশ বিধি-নিষেধ জারি রয়েছে।

সম্পর্কিত পোস্ট