পুজোর মরশুমে চার জেলায় চোখ রাঙাচ্ছে করোনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামনেই পুজোর মরশুম। কিন্তু তার আগেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে আরও সতর্ক রাজ্য। কিন্তু সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সমীক্ষায় ৪ জেলার উদ্বেগজনক পরিস্থিতি।

সংক্রমণের হারের গতিবিধি জানতে ১৬ অগস্ট থেকে ১৮ অগস্ট রাজ্যের ২০ টি জেলায় সমীক্ষা চালায় স্বাস্থ্য দপ্তর। সেই সমীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণে দেখা গিয়েছে, ২০ টির মধ্যে ১৬ টি জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।

সংক্রমণ বৃদ্ধির হার ১.৬ শতাংশ থেকে কমে ১.২ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে রাজ্যের চারজেলার সংক্রমণ বৃদ্ধির হার চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। ওই জেলাগুলিতে সংক্রমণ বৃদ্ধির হার ৩ শতাংশের বেশি।

স্বাস্থ্য দপ্তরের মতে, করোনা শতাংশের হার ৩ শতাংশের বেশি হলে সেই জেলাগুলিতে উদ্বেগজনক পরিস্থিতি বর্তমান। জেলাগুলিকে বিশেষ নজরে রাখতে হবে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্বেগজনক ওই চারজেলা হলো দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি ও বিষ্ণুপুর স্বাস্থ্য। পর্যটক জেলা হিসেবে এই জেলাগুলির পরিচিত। বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে দার্জিলিং।

ত্রিপুরায় পরপর হামলা, আগরতলা ও বিশালগড়ে সিপিআইএম অফিসে আগুন

করোনার দ্বিতীয় ঢেউ শিথিল হতেই দার্জিলিঙে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। দার্জিলিঙে পর্যটকদের ভিড়ে রাশ টানতে কোভিড নেগেটিভ রিপোর্ট ও ভ্যাক্সিনের সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়।

সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে দার্জিলিঙে সংক্রমণ বৃদ্ধির হার ৭.৭ শতাংশ থেকে কমে ৩.২ হয়েছে। পূর্ব মেদিনীপুরেও ৫.৯ থেকে কমে হয়েছে ৩.৮ শতাংশ। জলপাইগুড়িতে ৬ শতাংশ থেকে কমে হয়েছে ৩.৬ শতাংশ।

বিষ্ণুপুর স্বাস্থ্য জেলাতেও সংক্রমণ বৃদ্ধির হার ৩.১ শতাংশ। আগের থেকে সংক্রমণ বৃদ্ধির হার কমলেও এই জেলাগুলিতে এখনও উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে।

সম্পর্কিত পোস্ট