পুজোর সময় সংক্রমণ মোকাবিলায় রাজ্যে দু’হাজার শয্যা বাড়াল রাজ্য
দ্য কোয়ারি ডেস্ক :কেরলে ওনামের পর কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার উদাহরণ সামনে আসতেই চিকিৎসকরা বার বার রাজ্য সরকারকে সাবধান করেছিলেন।
তাঁরা বলেছিলেন দুর্গা পুজোর পর রাজ্যে করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়তে পারে। বিগত কয়েকদিন পুজোর কেনাকাটার কারণে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে।
এই অবস্থায় করোনা মোকাবিলার চ্যালেঞ্জটা সামানে থেকে নিয়েছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ধাপে রাজ্যের কোভিড পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মী ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্তদের ছুটি বাতিল করা হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/today-durgapujo-2020-case-petition-in-highcourt/
এরপর মঙ্গলবার পুজোর আবহে কোভিড মোকাবিলায় রাজ্যে এক ধাক্কায় দু’হাজার শয্যা বাড়াল রাজ্য সরকার।
উল্লেখ্য, সোমবার দুর্গাপুজো নিয়ে রায়ের পরই বিষয়টি নিয়ে নবান্নে আলোচনায় বসেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।
সেখানেই রাজ্যের শীর্ষ আমলাদের কোভিড মোকাবিলায় কি করনীয় তার একটা গাইডলাইন তৈরি করে দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে এদিন কোভিড মোকাবিলায় বিভিন্ন হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। শুধু সাধারণ শয্যা নয়, বাড়ছে আইসিইউ বেডের সংখ্যাও।
নবান্নের দেওয়া তথ্য অনুসারে সাধারণ কোভিড বেড বাড়ছে ১৬৩৯ টি। আর আইসিইউ বেড বাড়ছে ৬৩৫ টি।