COVID19: কমেছে নমুমা পরীক্ষা, ২৪ ঘন্টায় সংক্রমণ কমলেও চড়চড়িয়ে বেড়েছে সংক্রমণ বৃদ্ধির হার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত উত্তোরত্তর কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ গোটা রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ বেড়েছে সংক্রমণ বৃদ্ধির হার৷
বৃহস্পতিবারের বুলেটিনে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে৷ ১৮ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে রাজ্যজুড়ে ৫৩০ জনের নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ আর সংক্রমণ বৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে ২.৯৩ শতাংশ দাঁড়িয়েছে৷
স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৩০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে৷ জেলায় সংক্রমণের হারের নিরিখে যথারীতি কলকাতা সবার উপরে৷ তারপরই উত্তর ২৪ পরগনা৷
কলকাতায় একদিনে ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৯৭ জন৷ মৃত্যু হয়েছে ২ জনের৷ তার মধ্যে কলকাতা, দুই ২৪ পরগনা ও হাওড়াতে এক জন করে মারা গিয়েছেন৷
দুর্গা পুজোর আগে রাজ্যের বহু মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছেন৷ তাঁদের মধ্য কেউ ডবল ডোজ, কেউ সিঙ্গেল ডোজ পেয়েছেন৷ কিন্তু, ভ্যাকসিন নিলেই যে করোনা হবে না, এমনটা চিকিৎসক-বিশেষজ্ঞ কেউই বলেননি৷
কিন্তু, তারপরও এক শ্রেণির বেপরোয়া মানুষ তৃতীয়া থেকে পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন৷ সময়ের সঙ্গে সেই ভিড় চতুর্থী, পঞ্চমী..অষ্টমীতে মাত্রা ছাড়িয়েছে৷