রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে পাড়ায় পাড়ায় শুরু হবে কোভিড ভ্যাক্সিনের ক্যাম্প

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী রবিবার থেকে পাড়ায় পাড়ায় শুরু হবে কোভিড ভ্যাক্সিনের ক্যাম্প। যা পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার মধ্যে যারা বসবাস করেন তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

যাদের একটা টিকা বাকি আছে তাঁদের এই টিকা দেওয়া হবে। আগামী ১৯ ডিসেম্বর হবে কলকাতা পুরসভার নির্বাচন। তার সাতদিন আগে থেকেই এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই এই উদ্যোগ সকলের মধ্যে উৎসাহ জাগাবে বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতার পুর ভোটে বাড়তি ভাতা পাবেন ভোট কর্মীরা। রাজ্য নির্বাচন কমিশন ভোট কর্মীদের বিশেষ শীতকালীন ভাতা হিসাবে মাথাপিছু আড়াইশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

KMC Election 2021: পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করল কমিশন

তবে কলকাতা পুরসভার ভোট এর জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই কমিশন সূত্রে খবর। ভবিষ্যতে অন্যান্য ভোটে র সময় এই নির্দেশ বহাল থাকবেনা।এ দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে কমিশনের আদেশনামা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের সংশ্লিস্ট কর্তারাই কলকাতা পুর ভোটে ভোট কর্মীদের ভাতা সহ প্রশাসনিক বিষয় গুলির দ্বায়িত্বে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট