Covid19-19: রিপোর্ট নিয়ে ছড়াতে পারে বিভ্রান্তি, র্যাট কিটে আপত্তি রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আইসিএমআরের তরফে এবার করোনা পরীক্ষার দ্রুত করার সুবিধার্থে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা র্যাট কিটকে ছাড়পত্র দিয়েছে। এবার থেকে ঘরেতেই বসেই নিজেদের কোভিড টেস্ট করাতে পারবেন।
কিন্তু এই নতুন ব্যবস্থায় রাজ্য সরকার অসন্তোষ প্রকাশ করেছে। নবান্নের তরফে জানানো হয়েছে, বাড়িতে বসে সেই টেস্ট সবাই ঠিক মতো করতে পারবেন কিনা তাতে সন্দেহ থেকে যাবে। ফলত টেস্টের রিপোর্ট নিয়েও ছড়াতে পারে বিভ্রান্তি।
রাজ্যের যুক্তি কোভিড পজিটিভ হলেও অনেক সময়েই কোনও উপসর্গ দেখা যায় না। এরাই তখন সুপার স্প্রেডার হয়ে চতুর্দিকে ঘুরে বেড়ায়। মূলত এই সম্ভাবনার কথা মাথায় রেখেই আপত্তি রয়েছে রাজ্য সরকারের।
তবে কারা এই কিট ব্যবহার করতে পারবেন এবং কী ভাবে তা ব্যবহার করা যাবে— সে ব্যাপারেও বিস্তারিত নির্দেশিকা জারি করেছে আইসিএমআর। যাঁদের শরীরে কোভিডের লক্ষণ রয়েছে তাঁরা এই পরীক্ষা করতে পারবেন।
তালিকা তৈরি করে করোনা মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর
আরটিপিসিআর টেস্টে করোনা পরীক্ষায় কোভিড পজিটিভ যাদের রিপোর্ট এসেছে এ রকম ব্যক্তির সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরাও এই কিটের মাধ্যমে বাড়িতে বসে পরীক্ষা করাতে পারবেন।
তবে এই কিট এখনই হয়তো মিলবে না বাজারে। এর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। একটি কিটের দাম পড়বে করসহ মাত্র ২৫০ টাকা। আর ১৫ মিনিটের মধ্যেই জানতে পারবেন রিপোর্ট।
রাজ্যের যুক্তি প্রযুক্তিগত ভাবে কোনও সমস্যা না হলেও সবাই যে সঠিক তথ্য তুলে ধরবেন সেই ভরসা কোথায়? বাংলার খোলা বাজারে সবার জন্য এই কিট বিক্রির ক্ষেত্রে রাজ্য সরকার আদৌ ছাড়পত্র দেবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই গেল।