চতুর্থীতেই ৪ হাজার, পুজোর শেষে সংক্রমণ বাড়ার আশঙ্কায় প্রহর গুনছে স্বাস্থ্য দফতর
দ্য কোয়ারি ডেস্ক: চতুর্থীতেই ৪ হাজার, পুজোর শেষে সংক্রমণ বাড়ার আশঙ্কায় প্রহর গুনছে স্বাস্থ্য দফতর।
পঞ্জিকায় আজ সবে পঞ্চমী। এখনো দুর্গার বোধন হয়নি। অথচ চতুর্থীর দিনই করোনা সংক্রমণ চার হাজার ছাড়াল। এখনও পর্যন্ত দৈনিক সংক্রমনের নিরিখে যা সর্বাধিক।
গত সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই সংক্রমণ বাড়ছিল রাজ্যে। প্রায় প্রতিদিনই আগের দিনের সংক্রমণের সংখ্যা ছাপিয়ে যাচ্ছিল। কিন্তু মঙ্গলবার করোনা সংক্রমণ এক ধাক্কায় চার হাজারের গণ্ডি ছাড়াল।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪০২৯ জন এবং এক দিনেই মৃত্যু হয়েছে ৬১ জনের।
জেলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা আক্রান্ত হয়েছেন ৮৪০ জন, আর কলকাতায় আক্রান্ত ৮০৪ জন। মৃতের সংখ্যা ও সামনের সারিতে রয়েছে এই দুই জেলা। মঙ্গলবার কলকাতায় মৃত্যু হয়েছে ১৭ জনের। এবং উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,১৮০।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/vimal-gurung-now-infront-of-westbengal-sat-lake/
তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৩৮২ জন৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫,১৭০৷ সুস্থতার হার ৮৭.৪৩ শতাংশ৷
প্রশ্নটা এখানেই, আজ সবে পঞ্চমী। এখনই যদি সংক্রমনের এই চেহারা হয়। দশমীর পর সংক্রমণ কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা ভেবেই আতঙ্কিত স্বাস্থ্যকর্মী শুরু করে বিশেষজ্ঞরা।