ঘরে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা, নতুন করে রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ সবথেকে বেশী বেসামাল হয়ে উঠেছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই করোনায় লাগাম টানতে ১ সপ্তাহ আগেই লকডাউন ঘোষণা করেছে উদ্ধব ঠাকরে সরকার। একই পথে হেঁটেছ দিল্লিও।দেশের বিভিন্ন জায়গায় করোনার চেন ভাঙতে লাগু করা হয়েছে নাইটকার্ফু।
মনে করা হচ্ছে করোনা রুখতে পাঁচ রাজ্যের নির্বাচন পর্ব মিটলেই কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে কড়া লকডাউন না করে অর্থনীতিকে সচল রাখতে অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে কেন্দ্র।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি ফের রাজ্যে ফিরতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যেই আশঙ্কা শুরু হয়েছে পরিযায়ী শ্রমিক মারফৎ রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পারে করোনা।
কোভিড আবহে ভোট প্রচারে বামেদের ভরসা রেডিও টেলিভিশন
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, কেরল, কর্ণাটক, রাজস্থান প্রভৃতি রাজ্য থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকেরা বাংলায় ফিরতে শুরু করেছেন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। তাই যে কয়টি ট্রেন চলছে তাতেই পরিযায়ী শ্রমিকরা ফিরছেন নিজের এলাকায়।
তবে গতবছর পরিযায়ী শ্রমিকরা ফেরার সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ড, স্টেশন সহ একাধিক জায়গায় আরটি-পিসিআর টেস্ট করানোর পাশাপাশি তাঁদের থার্মাল চেকিংয়ের ব্যবস্থা ছিল। ছিল পর্যাপ্ত কোয়েরেন্টিন সেন্টার।
কিন্তু করোনার দ্বিতীয় ঢেউতে স্টেশনেই আরটি-পিসিআর চেকিংয়ের ব্যবস্থা নেই কোনও।তাই এই পরিযায়ী শ্রমিকদের নিয়েই এখন নতুন করে আশঙ্কা বাড়ছে।
উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিন ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলায় পরিযায়ী শ্রমিকদের ফিরছেন সবথেকে বেশী। এই ছবি শুধু বাংলাতেই নয়, দেখা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ সব রাজ্যেই কমবেশি চোখে পড়ছে।