যোগা,জিম ও সুইমিং পুল খোলার দাবিতে সরব মালিকপক্ষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ উত্তর ২৪ পরগনার বারাসাতের চাঁপাডালি মোড় সংলগ্ন একটি বেসরকারি জিমে বারাসাত, মধ্যমগ্রাম ও সোদপুরের জিম যোগা ও সুইমিং পুলের মালিকপক্ষ একত্রিত হয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
তাঁদের দাবি সমগ্র দেশে পরিবহন থেকে শুরু করে সকল ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার।
তাঁদের বক্তব্য বাস পরিষেবায় যাত্রীরা একসঙ্গে বাসের একটি ছোট্ট পরিধির মধ্যে যাতায়াত করছে। সেদিক থেকে তাঁদের পরিষেবায় যথেষ্ট পরিধি রয়েছে।
করোনার বিরুদ্ধে লড়াই-এর জন্য মানুষের প্রয়োজন ইমিউনিটি শক্তি বৃদ্ধির। এই পরিষেবা চালু হলে মানুষ স্বাস্থ্য চর্চার পাশাপাশি শরীরে ইমিউনিটি শক্তি সহজেই বৃদ্ধি করতে পারবে। কিন্তু সরকার এবিষয়ে উদাসীন।
মারণ রোগ মোকাবিলায় রাজ্যের সার্বিক ভূমিকা অনেক রাজ্যের চেয়েই ভালো ও দৃষ্টান্তমুলকঃ খাদ্যমন্ত্রী
আজ বারাসাতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে সকল সংগঠনের মালিক পক্ষ সরকারের কাছে আবেদন জানায়, যত শীঘ্র সম্ভব তাঁদের এই পরিষেবা চালু করার নির্দেশ দেন, যাতে মানুষ যোগা, জিম ও সুইমিং পুলে গিয়ে স্বাস্থ্য চর্চা করতে পারে।
এবিষয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানাবেন বলে জানান এবং এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামীদিনে বৃহৎত্তর আন্দোলনের পথে যাবে বলে জানান।