Covid19 Treatment : আউটডোরে বিনামূল্যে হবে করোনা চিকিৎসা, বিজ্ঞপ্তিতে জানালো রাজ্য
দ্য কোয়ারি ওযেবডেস্কঃ কর্মীরা এবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা ( Covid19 Treatment ) করালে তার খরচ দেবে রাজ্য সরকার। বুধবার অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।
Covid19 Treatment
সরকারের স্বাস্থ্য বীমার তালিকায় অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার ( Covid19 Treatment ) জন্য আউটডোরে গিয়ে চিকিৎসা করালে,তার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এতদিন আউটডোরে ১৬টি রোগের চিকিৎসার খরচ দিতে সরকার। সেই তালিকায় এবার যোগ হলো কোভিড ১৯। আরটিপিসিআর পরীক্ষার খরচও তার মধ্যে যুক্ত থাকছে।
নিজেদের মমতার থেকে বেশি জনপ্রিয় প্রমাণের তাগিদ ! পুরভোটে গাজোয়ারি তৃণমূলের একাংশের!
প্রসঙ্গত, ফুসফুসের ক্ষতি মাপতে জেলাস্তরের হাসপাতালগুলিতেও স্পাইরোমেট্রি (Spirometry) ক্লিনিক চালু হল। ৫ জানুয়ারি ইতিমধ্যেই মনোনীত চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে কীভাবে ফুসফুসের ক্ষতির পরিমাপ করা হবে। বিশেষজ্ঞরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের পর্যবেক্ষণ, বহু ক্ষেত্রেই রোগীরা ফুসফুসের ক্ষতির বিষয়টি বুঝতে পারছেন না। স্পাইরোমেট্রি পরীক্ষা হলে ক্ষতির মূল্যায়ন হবে। দ্রুত চিকিৎসা শুরু হবে।