Covid19 Update – রাজ্যে ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৮৪১৯, শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগণা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার রাজ্যে একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৮৪১৯ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে থাবা বসিয়েছে।

কলকাতায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৯৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৮৬০ জন।

রবিবারের সন্ধ্যায় যে বুলেটিন স্বাস্থ্য দপ্তরের তরফের প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি। সর্বাধিক সংক্রমণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তুলনামূলকভাবে সংক্রমণের হার কম জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে।

দেশে দৈনিক করোনা সংক্রমণ ২ লক্ষ ৬১ হাজার ছাড়িয়ে গেছে। যা এক নতুন রেকর্ড। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১হাজার ৫০১ জনের। এই সংখ্যা এযাবৎ কালে সর্ব্বোচ্চ।

মালদায় গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী

আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৮ লক্ষ ৯’হাজারের বেশী রোগী। মারা গেছেন ১ লক্ষ ৭৭ হাজার ১৫০ জন।

সুস্থতার হার আরও কমে হয়েছে ৮৬.৬২ শতাংশ। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ লক্ষ ছাড়িয়েছে। যা মোট আক্রান্তের ১২.১৯ শতাংশ।

এ পর্যন্ত ১২ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৫৯০ ডোজ #ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় দেওয়া হয়েছে ২৬ লক্ষ ৮৫ হাজারের মতো ডোজ।

সম্পর্কিত পোস্ট