COVID19 Update- ২৪ ঘন্টায় সংক্রমণ সাড়ে তিন লাখের দোড়গোড়ায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। শনিবারই তা পৌঁছে গেল সাড়ে তিন লাখ এর কাছাকাছি। দৈনিক মৃত্যুর সংখ্যা প্রথমবার আড়াই হাজার ছাড়িয়ে গেল। তবে আশার আলো ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন লক্ষেরও বেশি মানুষ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বুলেটিন অনুযায়ী, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। মোট এখনো পর্যন্ত গত বছর থেকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন।
মৃত্যুতেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। শনিবার ২৬২৪ জনের মৃত্যু হয়েছে। প্রথমবার থেকে এখনো পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন করোনায় ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। দেশে এখন পর্যন্ত ১৩ কোটি ৮২ লক্ষেরও বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণে মৃত্যুতে রেকর্ড তৈরি করেছে মহারাষ্ট্র। সেখানে তৈরি হয়েছে করোনার সংক্রমণের রেকর্ডও। একদিনে মৃত্যু হয়েছে ৭৭৩ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৮৩৬ জনের।