COVID19 Update- উৎপাদিত অক্সিজেন রাজ্যের বাইরে না পাঠানোর আর্জি রাজ্য সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গে যে পরিমাণ অক্সিজেনের উৎপন্য হয়, তা যাতে রাজ্যের বাইরে না যায়, কেন্দ্রকে তা নিশ্চিত করতে আর্জি জানালো রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়েছে, রাজ্য জুড়ে করোনা সংক্রমণ যে ভয়াবহ আকার নিয়েছে, তার মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুত রাখা প্রয়োজন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সরকারি, আধা সরকারি এবং বেসরকারি উদ্যোগে রাজ্যে যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হয় তা পুরোপুরি এখানেই করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যাবহার করতে চায় রাজ্য সরকার।
সারা দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হয়ে ওঠায় কেন্দ্র, রাজ্যগুলির মধ্যে অক্সিজেন এবং রেমডেসিভির ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে বলেছে। এক্ষেত্রে যাতে কোনোরকম বিধি নিষেধ আরোপ না করা হয়, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
শুক্রবারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, এই মর্মে বিভিন্ন মন্ত্রকের সচিব এবং সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও প্রশাসকদের চিঠি দিয়েছেন।
অক্সিজেন সরবরাহকারী গাড়িগুলিকে যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় আটকানো না হয়, পরিবহণ কর্তৃপক্ষকেও সে ব্যাপারে নির্দেশ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কোনো বিশেষ একটি জায়গায় অক্সিজেনের সরবরাহ যাতে সীমাবদ্ধ না থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে ।
রেমডেসিভিরের মতো অত্যাবশ্যক ওষুধ বিনা বাধায় সময়মতো যাতে গন্তব্যে পৌঁছতে পারে তা দেখতে রাজ্যগুলিকে নোডাল অফিসার নিয়োগ করার অনুরোধও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।