টিকা বন্টনের নিরিখে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ, মাস জুড়ে থাকবে ফের হাহাকার

দ্য কোয়ারি ওয়েব ডেস্ক: জুলাই মাসের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য করোনার টিকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। চলতি মাসে মোট ১২কোটি টিকা বরাদ্দ করেছে কেন্দ্র। তার মধ্যে ১০ কোটি কোভিশিল্ড ও ২কোটি কোভ্যাকসিন।

পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে, ৯০ লক্ষ ১২ হাজার ৬৮০ টিকা। কোভিশিল্ড ৭৪ লক্ষ ৭৯ হাজার ১৯০ এবং কোভ্যাক্সিন ১৫ লক্ষ ৩৩ হাজার ৫১০। সব থেকে বেশি টিকা বরাদ্দ হয়েছে যোগী রাজ্যে। মোট ১কোটি ৯১ লক্ষ ১৬ হাজার ৮৩০টিকা।

টিকা বরাদ্দের নিরিখে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। ১ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ১৭০ টিকা পাবে তারা। তৃতীয় স্থানে রয়েছে বিহার। ৯১ লক্ষ ৮১ হাজার ৯৩০ টিকা বরাদ্দ করা হয়েছে তাদের জন্য। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গের জন্য যে পরিমাণ টিকা কেন্দ্র বরাদ্দ করেছে তা নিয়ে অসন্তোষ বাড়ছে । বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের এই টিকা বরাদ্দ থেকেই স্পষ্ট গোটা জুলাই মাসেও রাজ্যে টিকার হাহাকার প্রকট হয়ে উঠবে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ২০২২সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যেই উত্তরপ্রদেশের জন্য সর্বাধিক টিকা বরাদ্দ করেছে কেন্দ্র। বর্তমানে ৪০৩ টি আসনের মধ্যে ৩১৫ টি আসন ধরে রেখেছে ভারতীয় জনতা পার্টি।

শুক্রবার থেকে রাস্তায় বাড়ছে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের সংখ্যা

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৫ লক্ষ ১ হাজার ২৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৩,১৬,২১২। ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। এই মুহূর্তে উত্তর ২৪ পরগনায় সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৯।

অন্য দিকে, কলকাতায় মোট ৩ লক্ষ ৮ হাজার ২১৮ জনের মধ্যে করোনা ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এ শহরে এখনও ১ হাজার ৬১২ জনের মধ্যে সংক্রমণ রয়েছে।

এ ছাড়া পশ্চিম মেদিনীপুর ১৪১, দার্জিলিং (১৩৫) এবং জলপাইগুড়ি ১১৭ জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি হয়েছে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজার ১৭০।

সম্পর্কিত পোস্ট