টিকাকরণ এবং নমুনা পরীক্ষা জোর, দীপাবলি ও ছট পুজোতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় বিভিন্ন জেলার জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিভিন্ন জেলায় সংক্রমণ, টিকাকরন এবং নমুনা পরীক্ষার হার কিরকম তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সংক্রমণ বাড়লে তার মোকাবিলায় জেলাগুলিতে পরিকাঠামো কতটা প্রস্তুত তা নিয়েও মুখ্য সচিব এদিন জেলা প্রশাসনের কাছে জানতে চান। করোনার সংক্রমণ মোকাবিলায় জনসাধারণের মধ্যে সচেতনতা প্রচার এবং আদর্শ আচরণ বিধি কঠোরভাবে লাগু করার ওপর জোর দেওয়া হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে শেখ হাসিনা আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের

একই সঙ্গে জোর দেওয়া হয়েছে টিকাকরণ এবং নমুনা পরীক্ষার ওপরে। রাজ্যে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে উদ্বেগের কোন কারণ নেই বলে রাজ্য প্রশাসন মনে করে। তবে সতর্কতায় কোন ফাঁক রাখা যাবেনা সে ব্যাপারটি আরো একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে।

বিশেষ করে আসন্ন দীপাবলি, ছট পূজার মতো অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায় সেদিকে প্রশাসনকে কঠোর দৃষ্টি রাখতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট