#COVIDEmergency2021- ৮ রাজ্যে বাড়ানো হয়েছে অক্সিজেনের বরাদ্দের পরিমাণ, জানানো হয়েছে কেন্দ্রের তরফে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণের হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরাখন্ডে অক্সিজেনের বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে। মহারাষ্ট্রে ১’হাজার ৬৪৬ মেট্রিক টনের থেকে বরাদ্দ বৃদ্ধি করে ১’হাজার ৬৬১ মেট্রিক টন করা হয়েছে।

দিল্লিতে ৪৮০ মেট্রিক টন, মধ্যপ্রদেশে-৫৪৩ মেট্রিক টন, হরিয়ানায়-১৬২ মেট্রিক টন, উত্তরপ্রদেশে- ৭৫৩ মেট্রিক টন, পাঞ্জাবে- ১৩৬ মেট্রিক টন, অন্ধ্রপ্রদেশে-৪৪০ মেট্রিক টন এবং উত্তরাখন্ডে-১০৩ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার, কোভিডের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ,অক্সিজেন ও ইনজেকসনের মজুতদারি এবং কালোবাজারি রুখতে জাতীয় নিরাপত্তা আইন ও দুর্বৃত্ত দমন আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

COVID19 Update- উৎপাদিত অক্সিজেন রাজ্যের বাইরে না পাঠানোর আর্জি রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়ে বলেছেন, রাজ্যে রোগীদের জন্য অক্সিজেনের কোন অভাব নেই। সমস্ত হাসপাতালে অক্সিজেনের যোগান দিতে রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

বৃহস্পতিবার এক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার রেমডেসিভির ইনজেকসনের ডোজ আসবে। প্রতিটি জেলায় কোভিড শয্যা দ্বিগুণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহে যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে, তা সুনিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি শুক্রবারই দেশজুড়ে অক্সিজেন-এর সরবারাহ পর্যালোচনার জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। অক্সিজেনের চাহিদা অনুযায়ী কিভাবে, তার যোগান বাড়ানো সম্ভব, বৈঠকে সেব্যাপারেও আলাপ আলোচনা হয়।

রাজ্যগুলিতে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে, পরিবহণ ব্যবস্থায় আরো গতি সঞ্চারের ওপরও প্রধানমন্ত্রী জোর দেন। সেই সঙ্গে অক্সিজেন যাতে কোনোভাবেই মজুত করা না হয়, সে ব্যাপারেও তিনি সতর্ক করে দিয়েছেন।

বিভিন্ন রাজ্যে অক্সিজেনের চাহিদা ও যোগানের মধ্যে ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান অভিযোগের মধ্যেই সুপ্রীম কোর্ট, অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যক ওষুধ এবং টিকাকরণ নিয়ে কেন্দ্রের কাছে জাতীয় পরিকল্পনা জানতে চেয়েছে।

প্রধান বিচারপতি এস.এ. বোবদের বেঞ্চ এব্যাপারে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে। শুক্রবার বিষয়টি নিয়ে শুনানি হবে। অক্সিজেন, হাসপাতালে শয্যা এবং অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির সঙ্কট নিয়ে ৬ টি হাইকোর্টে শুনানির মধ্যেই শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই নোটিশ দেয়।

সম্পর্কিত পোস্ট