দেড় হাজারের কাছাকাছি দেশে দৈনিক করোনায় মৃতের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুটা কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা৷ অনেকটা কমল মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শুক্রবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন। এই মুহুর্তে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২,৯৭,৬২,৭৯৩ জন।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১,৫৮৭ জনের। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি রাজ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে পর্যালোচনা করার পর দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলছিল। এই মুহুর্তে ভারতে কোভিডে মৃত্যু হয়েছে মোট ৩,৮৩,৪৯০ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭,৯৮,৬৫৬ জন।কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯৮৩ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথমে রয়েছে কেরল। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ১২,৪৬৯ জন। কিন্তু মৃতের সংখ্যা অনেকটাই কম। কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১০০ জনের নীচে।

Mamata Banerjee Moves to HC: নন্দীগ্রাম ভোট মামলার শুনানী শুরু হাইকোর্টে

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৮৩০ জন। করোনায় মৃত্যু হয়েছে ৬৩৬ জনের৷ তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৯১১৮। মৃতের সংখ্যা ২১০ জন।

এখনও অবধি দেশে ভ্যাকসিন নিয়েছেন ২৬.৮৯ কোটিরও অধিক মানুষ। চলতি বছরের মধ্যে দেশের ১০০ কোটির অধিক মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এমনটাই আশ্বাস কেন্দ্রের।

আগামী মাস থেকেই শুরু হতে চলেছে নভোভ্যাক্সের ট্রায়াল। ভারতীয় কোম্পানি বায়োলজিকাল-ই এর তৈরি এই ভ্যাকসিন করোনা প্রতিরোধের জন্য ৯০ শতাংশ কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ব্যবস্থা নিতে চাইছে রাজ্য সরকারগুলি।

সম্পর্কিত পোস্ট