রাজ্যসভার পঞ্চম আসনে জয় নিশ্চিত বিকাশের, মনোনয়ন বাতিল দীনেশের

রাজ্যসভার পঞ্চম আসনে জয় নিশ্চিত হয়ে গেল বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের।।

দ্য কোয়ারি ডেস্ক : রাজ্যসভার পঞ্চম আসনে জয় নিশ্চিত হয়ে গেল বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের।।

ত্রুটিপূর্ণ হলফনামার কারণে নির্বাচন কমিশন বাতিল করল নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন।

মঙ্গলবার স্ক্রুটিনির শেষ দিনে ত্রুটিপূর্ণ হলফনামার জন্য মনোনয়ন বাতিল হল তাঁর। তবে মনোনয়ন গৃহীত হয়েছে মৌসম নুরের। তাঁর মনোনয়ন নিয়েও প্রশ্ন উঠেছিল। ফলে স্বস্তি তৃণমূল শিবিরে।

সূত্রের খবর, রাজ্যসভার পাঁচ আসনের চারটিতে দলের জয় নিশ্চিত থাকায় চারজন প্রার্থী দিয়েছে তৃণমূল।

কিন্তু মনোনয়ন পেশের শেষ মুহূর্তে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন দীনেশ বাজাজ। তখনই রাজ্য রাজনীতিতে নানান প্রশ্ন দেখা দেয়।

প্রশ্ন ওঠে, তৃণমূল ও বিজেপি প্রার্থীরা ভোট দিলেও তাঁর জয় সম্ভব নয় জেনেও কেন প্রার্থী হলেন দীনেশ বাজাজ। তবে কি ঘোড়া কেনা বেচার কোনও ছক করছে তৃণমূল, প্রশ্ন দেখা দেয় বাম-কংগ্রেস শিবিরে।

যদিও ত্রুটিপূর্ণ মনোনয়ন পত্র পেশের কারণে তৃণমূল প্রার্থী মৌসম নুর ও নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন প্রশ্নের মুখে পড়ে।

রাজ্যসভার সদস্য হতে চলেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম নুর

এদিন দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হলেও মনোনয়ন গৃহীত হয় মৌসম নুরের। ফলে তৃণমূলের সুব্রত বক্সি, অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী ও মৌসম নুর এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্যসভায় নিশ্চিত হয়ে গেলেন।

জানা গিয়েছে, বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে ওই পাঁচ প্রার্থীকে বৃহস্পতিবার জয়ী সার্টিফিকেট প্রদান করবে নির্বাচন কমিশন।

সম্পর্কিত পোস্ট