উত্তরেও বাড়ছে বাম, ব্যারিকেডের মাথায় উঠে হুঙ্কার সেলিমের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১১ সালে রাজ্যে ক্ষমতা হারানোর পর ক্রমশ‌ই শক্তি ক্ষয়েছে বামেদের। তবে উত্তরবঙ্গে যেন তাদের বেহাল দশা আর‌ও প্রকট। ২১ এর বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গের কোথাও ছাপা রাখার মতো ফল করতে পারেনি তারা। কিন্তু শুক্রবার পুরো উল্টো ছবি দেখা গেল। জলপাইগুড়িতে মহম্মদ সেলিমের সভায় উপচে পড়ল ভিড়!

ভাইপোর পথে কাকা, টালমাটাল অবস্থা ফরোয়ার্ড ব্লকে

বিধানসভায় শূন্য হলেও দক্ষিণবঙ্গে বামেদের বিভিন্ন সভা-সমাবেশে ভালোই লোক হয়। কিন্তু উত্তরবঙ্গে বিজেপি পায়ের তলায় জমি করে নেওয়ার পর বাম দলগুলোর অবস্থা আর‌ও‌ই তথ্যবচ। সেখানে জলপাইগুড়ির জেলাশাসকের দফতর অভিযান ঘিরে অভাবনীয়ভাবে বহু জনসমাগম হয়। সেলিমের নেতৃত্বে কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে জেলাশসকের কার্যালয়ের কাছ পর্যন্ত চলে যায়।

মহম্মদ সেলিম নিজে উপড়ে ফেলা ব্যারিকেডের মাথায় উঠে পড়েন। তাঁকে এই অবস্থায় দেখে কর্মীরা আপ্লুত হয়ে পড়েন। পরে বক্তব্য রাখার সময় তিনি একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন।

সম্পর্কিত পোস্ট