পার্থকে জুতো ছোঁড়া শুভ্রার জেদকেই  মডেল করার পরামর্শ সেলিমের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যত দিন যাচ্ছে ততই তাঁর ও ঘনিষ্ঠদের নতুন নতুন সম্পত্তির হদিশ মিলছে। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নোটের পাহাড় এই মুহূর্তে আমজনতার আলোচনার শিরোনামে।

সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ক্ষোভ যথেষ্ট। কিন্তু সেই আক্রোশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারছে কী সিপিএম? এই নিয়ে প্রাক্তন শাসক দলটির অন্দরেই যথেষ্ট প্রশ্ন আছে। এই পরিস্থিতিতে এগিয়ে এসে দলকে দিশা দেখানোর চেষ্টা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ভারতের বামপন্থী রাজনীতিতে কাকাবাবু বলে পরিচিত প্রয়াত মুজাফফর আহমেদের জন্মদিন ছিল শুক্রবার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, শুভ্রা ঘড়ুইয়ের জেদ সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এরপরই অনুষ্ঠানে উপস্থিত সিপিএম কর্মীদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা কী সঠিকভাবে চালিত হচ্ছে?

এবার দোরগোড়ায় যুদ্ধ বাঁধল বলে, ক্ষেপনাস্ত্র বৃষ্টি শুরু চিনের

ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি মেডিকেল চেকআপে জন্য নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে হঠাৎই জুতো ছুঁড়ে বসেন আমতলার গৃহবধূ শুভ্রা ঘোড়ুই। পরে বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, অসংখ্য মানুষ খেতে পারছে না। রাস্তায় বসে দিনের পর দিন চাকরির জন্য আন্দোলন করছে। কিন্তু একজনের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার নোটের বান্ডিল উদ্ধার হচ্ছে। এই দেখে তিনি মাথা ঠিক রাখতে পারেননি। উত্তেজনার বশেই পার্থকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে বসেন।

সেলিম আসলে শুভ্রার কথা তুলে ধরে অন্যায়ের বিরুদ্ধে তাঁর প্রতিবাদের যে জেদ, সেটাই তুলে ধরতে চেয়েছেন। কারণ দুর্নীতির প্রতিবাদে সিপিএম বিভিন্ন কর্মসূচি নিলেও তাতে যেন সেই ঝাঁঝ নেই। এই বিষয়টা দলীয় নেতৃত্বকে ভাবাচ্ছে। ইতিমধ্যেই দলের নিচুতলা থেকে দাবি উঠেছে, সাবধানী পথ ছেড়ে জঙ্গি আন্দোলনের পথে হাঁটুন নেতৃত্ব। এক্ষেত্রে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে কীভাবে তুলে ধরা যায় সেই পথ‌ই সেলিম বাতলাতে চাইলেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

সম্পর্কিত পোস্ট