তিন মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সেন্সর করল আলিমুদ্দিন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১ এর নির্বাচনে একটিও আসন পায়নি বামেরা৷ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের বিধানসভায় বামেদের এই পরিণতি নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। দলের ভরাডুবির মধ্যেই তন্ময় ভট্টাচার্যের মন্তব্য আলিমুদ্দিনের কাছে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এরপর শনিবার ভার্চুয়াল বৈঠকে তন্ময় ভট্টাচার্যকে নিয়ে সিদ্ধান্ত নেয় রাজ্য কমিটি। তিনি মাসের জন্য সেন্সর করা হয় তাঁকে।
দলের এই ব্যর্থতার জন্য আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট এবং রণনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, এই ব্যর্থতার দায় আমাদের নেতৃত্বের। নীচুতলার কর্মীদের নয়। লোকসভায় হারের পর দায় কেউ নেয়নি বিধানসভায় হারের পর কেউ দায় নেবে না এমনটা হবে না
অর্থাৎ সরাসরি না বললেও তাঁর আক্রমণের নিশানায় বিমান বসু, সুর্যকান্ত মিশ্র এবং মহম্মদ সেলিমরা ছিলেন এবিষয়ে কোনও অবকাশ নেই।
শুধুমাত্র তন্ময় ভট্টাচার্যের মতো নেতাদের মুখ বন্ধ করে দিলেই কী সুরাহা মিলবে? প্রশ্ন তুলতে শুরু করেছেন নীচু তলার কর্মীরাও।