করোনা সংকটের ত্রাতা রেড ভলান্টিয়ার্সের সাংগঠনিক রূপ দেবে CPIM

TMC ও BJP সব দলই বিপদে সাহায্য নেয়

দ্য কোয়ারি ডেস্ক: রেড ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবকদের এবার সাংগঠনিক রূপ দেবে সিপিআইএম। বুথ স্তর পর্যন্ত তৈরি হবে এর শাখা। আগেই পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। আপতকালীন পরিষেবা দিতে গিয়ে এই পরিচয়পত্র সঙ্গে রাখছেন রেড ভলান্টিয়ার সদস্যরা।

সূত্রের খবর, শুধু করোনা সংকট নয়, স্থায়ী ভাবে সারা বছর ধরে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবে রেড ভলান্টিয়ার্স। তরুণ বাম প্রজন্মের এই কাজে জনগণ প্রবল আস্থা রেখেছেন। এমনকি শাসক টিএমসি ও প্রধান বিরোধী দল বিজেপির তরফে বারবার রেড ভলান্টিয়ার্সের সাহায্য নেওয়া হয়েছে।

তবে গত বিধানসভা ভোটে রাজ্যে শূন্য হয়েছে অতীতে টানা ৩৪ বছরের শাসক দল সিপিআইএম। ভোটে শূন্য হলেও তাদের তরুন প্রজন্মের রেড ভলান্টিয়ার্স হয়ে ওঠে ভরসার অন্যতম ইস্যু।

সূত্রের খবর, রেড ভলান্টিয়ার্সের উপর সরাসরি নিয়ন্ত্রণ থাকবে কিনা সেটা এখন সিপিআইএমের মধ্যে আলোচনার স্তরে। তবে এই স্বেচ্ছাসেবকদের মধ্যে সিপিআইএমের যুব কর্মীরাই বেশি। রেড ভলান্টিয়ার্স নেতৃত্বে থাকবেন ছাত্র ও যুব সংগঠনের নেতা নেত্রীরা।

সম্পর্কিত পোস্ট