নো ভোট টু বিজেপির বদলে নো ভোট টু তৃণমূল! ভোল বদল ‘অতি বাম’ দীপঙ্করের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের অতি বাম দল হিসেবে পরিচিত সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের ট্যুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এক বছর আগের ‘নো ভোট টু বিজেপি’ অবস্থান থেকে সরে এসে এবার সরাসরি সিপিএমকে ভোট দে‌ওয়ার ডাক দিলেন তিনি! বিষয়টা ঠিক কী?

একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার নকশালপন্থীদের বেশীরভাগ অংশ বিজেপিকে ঠেকাতে স্লোগান তুলেছিলেন নো ভোট টু বিজেপি। তাঁরা বলেছিলেন তৃণমূল বা বাম জোট, বিজেপিকে ঠেকাতে মানুষ যাকে ইচ্ছে ভোট দিক।

যদিও সিপিএমের অভিযোগ ছিল, সিপিআইএম লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যের পরিচালনায় নো ভোট টু বিজেপি স্লোগান আসলে পরোক্ষে তৃণমূলকে সমর্থন করার নামান্তর। প্রকাশ্যে তৃণমূলকে সমর্থন করার ডাক দিলে তার আবেদনের ধার অনেকটা কমে যাবে, তাই ঘুরিয়ে বিজেপি বিরোধিতা করছেন তাঁরা।

এই নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলোর সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন অতি বাম দীপঙ্কর। তাঁর এই অবদানের জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি থেকে আগত বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। যা মনঃপুত হয়নি দীপঙ্কর ভট্টাচার্যর।

কবিগুরুর ‘উপেন’ হতে রাজি নন পুতিন!

সোমবার সকালেই এই নিয়ে ট্যুইট করে তিনি বলেন, বিজেপির বিরোধিতা করে বিধানসভা ভোটের সময় যারা ভোট দিয়েছিল তাদের কোনভাবেই তৃণমূল অপমান করতে পারে না।

বার্তা স্পষ্ট সাম্প্রদায়িক দাঙ্গায় অভিযুক্ত বিজেপির একসময়ের ‘ব্লু আইড-বয়’ বাবুল সুপ্রিয়কে তিনি তৃণমূল প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। সরাসরি সিপিএমের নাম উল্লেখ করে তাদের প্রার্থী সায়রা শাহ হালিমকে ভোট দেওয়ার ডাক দিয়েছেন!

দীপঙ্কর ভট্টাচার্যের এই অবস্থান পরিবর্তন কতদিন স্থায়ী হবে তা সময় বৃবে। কিন্তু আপাতত যে তিনি ‘নো ভোট টু তৃণমূল’ এর ডাক দিলেন সেটাই আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে। যদিও দীপঙ্করের এই ট্যুইট দেখে আড়ালে ফিক ফিক করে হাসছেন সিপিএম নেতা-কর্মীরা!

সম্পর্কিত পোস্ট