বয়সের বাধা কাটিয়ে দুই সুপারস্টারকে পলিটব্যুরোয় রাখতে পারে সিপিএম, বাদ পড়বেন তৃতীয়জন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিপিএমের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে প্রথমে সাধারণ সম্পাদক পদ থেকে সীতারাম ইয়েচুরিকে সরিয়ে দেওয়ার কথা হলেও তনি সম্ভবত থেকে যাচ্ছেন। কিন্তু বয়সজনিত সীমারেখায় দলের তিন পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন, হান্নান মোল্লা ও এস‌আর পিল্লাইয়ের বাদ পড়ার কথা।

কারণ তাঁদের সকলের বয়স ৭৫ বছরের বেশি। সেই অনুযায়ী তাঁরা কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারবেন না। এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য না হলে পলিটব্যুরোর সদস্য হওয়ার প্রশ্নই ওঠে না।কিন্তু যে তিনজন পলিটব্যুরোর সদস্যের বয়স বেশি, তাঁদের মধ্যে পিনারাই বিজয়ন ও হান্নান মোল্লা এই মুহূর্তে সিপিএমের অন্দরে তারকা হিসেবে পরিচিত।

পিনারাই বিজয়ন নেতৃত্বেই দীর্ঘদিনের প্রথা ভেঙে টানা দ্বিতীয়বার কেরলের ক্ষমতা ধরে রাখতে পেরেছে সিপিএম। স্বাভাবিকভাবেই দলের অন্দরে বিজয়ের মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।অপরদিকে যে প্রবল কৃষক আন্দোলন কেন্দ্রীয় সরকার ও বিজেপির ভিত নাড়িয়ে দিয়েছে তার প্রধান সংগঠক ছিলেন সিপিএমের সর্বভারতীয় কিষান সভার সভাপতি হান্নান মোল্লা।

প্রবল সঙ্কটে থাকা সিপিএমের মাথায় বসবেন মহিলা নেত্রী? জল্পনা তুঙ্গে

মূলত তাঁর উদ্যোগেই দেশের ছোট-বড় কৃষক সংগঠনগুলিকে এক ছাতার তলায় এনে সংযুক্ত কিষান মোর্চা গড়ে তোলা হয়। স্বাভাবিকভাবেই দেশে সিপিএমের প্রভাব ক্রমশ কমলেও কৃষক আন্দোলন সফল করায় হান্নান মোল্লার গুরুত্ব ও মর্যাদা ব্যাপকভাবে বেড়েছে।

এদিকে পিনারাই বিজয়ন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের শিবিরের সদস্য বলে পরিচিত। অপরদিকে হান্নান মোল্লা সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ঘনিষ্ঠ। তৃতীয়জন এসআর পিল্লাই‌ও কারাত শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য।

যদিও সিপিএম সূত্রে খবর সবদিক বিবেচনা করে পিনারাই বিজয়ন ও হান্নান মোল্লাকে বিশেষ ছাড় দিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য রেখে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাঁরা আবার পলিটব্যুরোয় থাকার সুযোগ পাবেন। তবে এসআর পিল্লাইয়ের পলিটব্যুরো থেকে বিদায় নিশ্চিত।

সম্পর্কিত পোস্ট