রাজ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, যুবর সর্বভারতীয় নেতৃত্বে মীনাক্ষীকে পাঠাচ্ছে না সিপিএম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ ২৭ বছর পর বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। সেই সম্মেলন আয়োজনের যাবতীয় কাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মীনাক্ষী মুখার্জি। কারণ তিনি সিপিএমের যুব সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক।

গত দু’বছরে মীনাক্ষী যেভাবে সামনে উঠে এসেছেন, দলীয় কর্মীদের মধ্যে পাল্টা লড়াইয়ের বার্তা ছড়িয়ে দিয়েছেন তাতে তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিল সিপিএমের শীর্ষ নেতৃত্ব। তবে সূত্রের খবর শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলেছে। বাংলার নিচুতলার কর্মী-সমর্থকদের মনোভাব বুঝে মীনাক্ষীকে রাজ্যেই রেখে দেওয়া হবে।

অশনি আতঙ্কঃ যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতের কাজ

১২ মে থেকে সল্টলেকের ইজেডসিসিতে শুরু হচ্ছে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। সেখানে মীনাক্ষীর যা পারফরমেনস তাতে তিনি সহজেই সর্বভারতীয় সম্পাদক হতে পারতেন। কারণ ওই পদে বাংলার অভয় মুখার্জির পরিবর্তে নতুন কাউকে নিয়ে আসার সিদ্ধান্ত আগেই ঠিক হয়ে গিয়েছিল।

তবে পশ্চিমবঙ্গে সিপিএমের একেবারে অগ্রগণ্য মুখে পরিণত হ‌ওয়া মীনাক্ষীকে দিল্লি পাঠিয়ে দিলে রাজ্যে দলীয় কর্মীদের মনোবল ধাক্কা খাবে বলে মনে করছে আলিমুদ্দিন স্ট্রিট।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গজুড়ে যে দু-তিনজন সিপিএম নেতার জনপ্রিয়তা তুঙ্গে তাদের একজন হলেন মীনাক্ষী। কার্যত সিপিএমের হেভিওয়েট প্রবীণ নেতাদের ছাপিয়ে গিয়েছে তাঁকে ঘিরে আমজনতার উচ্ছ্বাস। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে সিপিএম সমর্থক নয় এমন বহু মানুষ‌ও মন দিয়ে মীনাক্ষীর বক্তৃতা শোনার শুরু করেছেন।

এই উন্মাদনাকে ভোটবাক্সে নিয়ে আসার চেষ্টা করছে বামেরা। সেই সময় আরও বড় দায়িত্ব দিয়ে মীনাক্ষী মুখার্জিকে দিল্লি পাঠিয়ে দিলে বাংলায় ঘুরে দাঁড়ানোর লড়াই আবার ধাক্কা খেতে পারে বলে রাজ্য নেতাদের অনুমান।

তাই সমস্ত দিক বিবেচনা করে সম্ভবত যুব সংগঠনের রাজ্য সম্পাদক পদেই রেখে দেওয়া হবে মীনাক্ষী মুখার্জিকে। বদলে বাংলা থেকেই অন্য কারোর ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনার এক যুব নেতার নাম সামনে আসতে শুরু করেছে।

সম্পর্কিত পোস্ট