চলছে দেশের ১৩ টি রাজ্যের উপনির্বাচনের গণনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকাল থেকে নজর রয়েছে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনার দিকে। এছাড়াও নজর রয়েছে ১৩ টি রাজ্যের ৩ লোকসভা এবং ২৯ টি বিধানসভা কেন্দ্রের ফলাফলকে ঘিরেও৷

এই মুহুর্তে অসমের ৫ টি আসন, পশ্চিমবঙ্গের ৪ টি আসনে চলছে গণনা। এছাড়াও মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং মেঘালয়ের ৩ টি করে আসনে চলছে উপনির্বাচনের গণনা। ভাগ্য নির্ধারণ রয়েছে বিহার এবং রাজস্থানের দুটি করে আসনে৷ অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মিজোরাম এবং তেলেঙ্গানার একটি করে আসনে চলছে বিধানসভা উপনির্বাচনের গণনা।

কর্ণাটকে উপনির্বাচন থেকেই নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ভবিষ্যত। ঠিক তেমনই রাজস্থানের দুটি আসনের নির্বাচন মরু রাজ্যের ভবিষ্যত বাতলে দেবে।

এছাড়াও মধ্যপ্রদেশের খাণ্ডোয়া, হিমাচল প্রদেশের মাণ্ডি এবং দাদার ও নগর হাভেলি লোকসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। মাণ্ডি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং৷ প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কারগিল যুদ্ধের নায়ক কুশল সিং ঠাকুর। দাদর ও হাভেলিতে আগাধি জোটের শিবসেনা এবং কংগ্রেস প্রার্থী দিয়েছে।

অসমের ৫ টি আসনের মধ্যে ৩ টি আসনে লড়ছে বিজেপি। বাকি দুটি আসনে লড়ছে ইউপিপিএল। ৫ টি আসনেই কংগ্রেসের প্রতিপক্ষ প্রাক্তন জোটসঙ্গী বিপিএফ এবং এআইইউডিএফ।

বিহারের দুটি আসনে ত্রিশঙ্কু লড়াই জেডিইউ, কংগ্রেস এবং আরজেডির বিরুদ্ধে। তেজস্বী যাদবের দাবী ছিল, এখান থেকেই বিহারের ভবিষ্যতের বদল হতে চলছে। তাই রাজ্যের ৪ টি আসনের পাশাপাশি নজর থাকল পড়শি রাজ্যেও।

সম্পর্কিত পোস্ট