তৃণমূলে যোগ দিলেন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলে যোগ দিলেন ক্রিকেট প্রশাসক তথা ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার বিশ্বরূপ দে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুখেন্দু শেখর রায়ের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নেন বিশ্বরূপ।
২২ গজের এই রথী হঠাৎ কেন তৃণমূলে যোগ দিলেন, নিজেই প্রকাশ্যে জানালেন সে। এর পর বিশ্বরূপবাবু বলেন, ‘আমি তৃণমূল কংগ্রেসের অন্ধ ভক্ত এমনটা নই। কিন্তু তৃণমূলে যোগদান করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিটটা দেখে’।
তৃণমূলের নয়া সদস্য বিশ্বরূপ বলেন, “আমি স্পিরিটে বিশ্বাসী। মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ভারতের যে জয় তা কিন্তু ওদের স্পিরিটের জন্যই। জীবনে এটাই বড় কথা। আর এই স্পিরিটেই ভরপুর মমতা বন্দ্যোপাধ্যায়।”
বিশ্বরূপ এদিন স্পষ্টই বলেন, তিনি যে তৃণমূলের অন্ধ ভক্ত তেমনটা নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মনোভাবই তাঁকে রাজনীতির পথে এগিয়ে আসার অনুপ্রেরণা জুগিয়েছে।
বিশ্বরূপের কথায়, “ওয়েস্ট ইন্ডিজ একসময় বাঘা বাঘা বোলার নিয়ে বেগ দিত প্রতিপক্ষকে। ওয়ালস, হোল্ডিং, গার্নার, রবার্টস কত বড় বড় নাম। কিন্তু পাঁচ ফুট চার ইঞ্চির একটা লোক সুনীল মনোহর গাভাসকর সবকিছু উড়িয়ে দিয়ে ভারতকে তুলে ধরেন। এরপর ধোনি, বিরাট কোহলি সেই স্পিরিটকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই ভারতীয় ক্রিকেট আজও বেঁচে আছে।”
নির্বাচনের আগে হিট মমতার ‘দুয়ারে সরকার’, তথ্য দিয়ে জানালো নবান্ন
ময়দানের পরিচিত মুখ বিশ্বরূপ দে দীর্ঘদিন সিএবির যুগ্মসচিব ছিলেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি।
এহেন ক্রীড়া প্রশাসককে দলে যোগদান করিয়ে তৃণমূল ভোটের লড়াইয়ে ঘর অনেকটা গুছিয়ে নিল বলে মনে করছেন। বিধানসভা নির্বাচনে বিশ্বরূপবাবু টিকিট পেতে পারেন বলে দলীয় সূত্রের খবর।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ময়দানে নামতে পারেন বলে খবর ছড়িয়েছে। সত্যিই তেমন কিছু ঘটলে নিজেদের তৈরি রাখল তৃণমূল। ভারতীয় ক্রিকেট তো বটেই, অন্যান্য ক্রীড়াতেও বিশ্বরূপবাবুর যোগাযোগ অনেক দূর পর্যন্ত।
তাছাড়া সুবক্তাও তিনি। যদিও বিশ্বরূপের তৃণমূলে যোগ নিয়ে ইতিমধ্যেই টুইট-খোঁচা দিয়েছেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। ভোটের বাজারে এভাবে দল বদলে রাজনীতির নতুন ‘দিশা’ তৈরির সমালোচনা সোমেনের পুত্রের টুইটের প্রতি ছত্রে।