ভ্যাকসিন নিয়ে উত্তেজনা উত্তরপাড়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশবাহিনী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ দোরগোরায়। আগাম স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিকরণে জোর দিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের চাহিদা বাড়লেও পর্যাপ্ত তুলনায় যোগান না থাকায় হাহাকার দেখা দিয়েছে উত্তর থেকে দক্ষিণে।
উত্তরপাড়া পুরসভার গণভবনে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে বেশ কিছুদিন ধরে। ভ্যাকসিন দেওয়ার দিন মাইকে প্রচার করে জানিয়ে দেওয়া হয়। সেই মত সকাল থেকে চলে ভ্যাকসিনের ডোজ দেওয়ার কাজ।
বৃহস্পতিবার ভোর রাত থেকে লাইন দিয়ে ভ্যাকসিন পাননি উত্তরপাড়ার বাসিন্দারা। সকালে জানতে পারেন ভ্যাকসিন দেওয়া হবে না। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে হাজির হয় উত্তরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী।
ঠিক কী হয়েছিল?
এক স্থানীয় বাসিন্দার কথায়, পুরসভা থেকে জানিয়ে দেওয়া হয় ভ্যাকসিনের যোগান না থাকায় দেওয়া যাবে না। শুক্রবার ভ্যাকসিন দেওয়া হবে। তাই আগের দিন রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মানুষজন। অনেকে আবার রাস্তাতেই বসে পড়েন। সেসময় অনেকেই তাদের আত্মীয়দের জন্য লাইনও রাখেন। যা নিয়ে মাঝে মধ্যেই বচসা শুরু হয়ে যায়।
শুক্রবার সকাল হতেই দেখা যায় দীর্ঘ লাইন। তখনই পুরসভা থেকে নোটিশ ঝোলানো হয়। ১৮-৪৪ বয়সীদের ১৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। ৪৫ বছরের বেশি বয়সীদের ৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই ভ্যাকসিন পাবেন না। পুরসভার পক্ষ থেকে জানানো হয়, ভ্যাকসিনের সাপ্লাই না থাকায় আজ ভ্যাকসিন দেওয়া হবে না। ভ্যাকসিন এলে জানিয়ে দেওয়া হবে।
পুরসভার নোটিশ দেখেই উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপাড়ায়। ভ্যাকসিনের লাইনে দাঁড়ানো মানুষদের অভিযোগ, তারা বুঝে উঠতে পারছেন না কি করে ভ্যাকসিন পাওয়া যাবে। কয়েকদিন ধরে ঘুরে ঘুরেও ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ জানিয়েছেন তারা।
“ভাবের ঘরে বসে চুরি করছেন”- ‘মুকুল’ নিয়ে জোর টানাটানি পদ্ম-ঘাসে
১৮ বছরের বয়সী ও তার উর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতেই ভ্যাকসিন সেন্টার গুলোতে ভীর উপচে পড়ছে। একই ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসাতে। টোকেন পাওয়া সত্ত্বেও ভ্যাকসিন না পাওয়ায় পুর স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বারাসাত পুরসভা সূত্রে খবর, ভ্যাকসিনের জোগান কম বলেই বিপত্তি। যাঁরা টোকেন পেয়েছেন, তাঁরা সবাই ভ্যাকসিন পাবেন।