জোড়া গোলে নতুন রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্লাব ফুটবলের পাশাপাশি এবার জাতীয় ফুটবলেও নতুন মাইলফলক গড়লেন পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে সর্বকালের সর্বাধিক গোল সংখ্যার নতুন রেকর্ড গড়লেন তিনি। ১৪ টি গোল করে পার করলেন মাইকেল প্লাতিনির রেকর্ডকে।

একইসঙ্গে বুধবার মধ্যরাতে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টিতে ২ টি গোল করেন তিনি। জাতীয় ফুটবলে তাঁর গোল সংখ্যা দাঁড়ালো ১০৯ তে। যা ইরানের তারকা আলি দেইয়ির গোল সংখ্যার সঙ্গে সমান। চলতি মরশুমেই নতুন রেকর্ড গড়তে পারবেন রোনাল্ডো? তাকিয়ে ফুটবল বিশ্ব।

জার্মানির সঙ্গে ৪-২ গোলে পরাজিত হওয়ার পর পোর্তুগালের কাছে চ্যালেঞ্জ ছিল ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়লাভ করা। কিন্তু তা হয়নি। ২-২ গোলেই বুধবার ম্যাচের পরিসমাপ্তি ঘটে। এদিন ম্যাচে জোড়া গোল করেন ফ্রেঞ্চ তারকা করিম বেঞ্জিমা। ম্যাচ ড্র করে নক আউট পর্বে জায়গা করে নিল পোর্তুগাল।

নক আউট পর্বে রোনাল্ডোদের প্রথম ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে। গ্রুপ অব ডেথ থেকে ওঠার পর লুকাকু-হ্যাজার্ড-ডি ব্রুনেদের মুখোমুখি হতে হচ্ছে পেপে-সিলভাদের। বিশেষ নজর থাকবে ফ্রান্সের ম্যাচের দিকেও। প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোন ফর্মাটে নামবে গ্রিজম্যান-পোগবা-কান্তেদের দল? তা দেখার জন্য মুখিয়ে ফুটবল বিশ্ব৷

সম্পর্কিত পোস্ট